পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"তোমার উপর আস্থা রয়েছে...", বান্ধবীর নামে সম্পত্তি লেখার কারণ খোলসা করলেন শোভন - রত্না চট্টোপাধ্যায়

সম্পর্কের মর্যাদা যেমন একটি বিষয়, তেমনই বিশ্বাসযোগ্যতাও একটি বিষয় । পথ চলতে গিয়ে আমার মনে হয়েছে, তোমার উপর সেই আস্থা রাখা যায় । বান্ধবী বৈশাখীর ফেসবুকে এক সাক্ষাৎকারে এমনটাই বললেন শোভন চট্টোপাধ্যায় ।

শোভন চট্টোপাধ্যায়
শোভন চট্টোপাধ্যায়

By

Published : Jun 18, 2021, 8:37 AM IST

কলকাতা, 18 জুন : কিছুদিন আগেই ফেসবুকের নাম বদলে গিয়েছে । বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় । এখন এটাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম । বন্ধুর নাম জুড়েছে ফেসবুকে । আর তারপরই বান্ধবীর নামে নিজের যাবতীয় সম্পত্তি লিখে দেন শোভন চট্টোপাধ্যায় । এরপর সেই যে কানাঘুষো শুরু হয়েছে, তা আর থামার লক্ষণ নেই । একের পর এক তির্যক মন্তব্য ।

এবার সেই নিয়েই মুখ খুললেন শোভন-বৈশাখী । ফেসবুকে এসে "অপপ্রচারের" বিরুদ্ধে সরব হলেন । শোভনবাবু খোলসা করলেন, কেন তিনি বান্ধবী বৈশাখীর নামে তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছেন ।

শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, তাঁর বেহালার বাড়ি, সন্তোষপুর গভর্মেন্ট কলোনিতে বেশ কিছু জমি... সবকিছু দখল করে রেখে দিয়েছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও তাঁর পরিবারের লোকেরা । সেইসব জায়গা থেকে একটা বড় অঙ্কের টাকা শোভনবাবুর পাওয়ার কথা, যা তিনি পাচ্ছেন না । আর সেই কারণেই সম্পত্তি বেদখল হওয়া থেকে আটকাতে তিনি কাউকে নিজের সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে চেয়েছিলেন ।

আরও পড়ুন : গোলপার্কের ফ্ল্যাট খালি করার আইনি নোটিস শোভন-বৈশাখীকে

ফেসবুক ভিডিয়োয় বান্ধবী বৈশাখীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সম্পর্কের মর্যাদা যেমন একটি বিষয়, তেমনই বিশ্বাসযোগ্যতাও একটি বিষয় । বৈবাহিক জীবনে যে ধরনে বিষয়গুলির সম্মুখীন হয়েছি, যার জন্য আমি বিবাহবিচ্ছেদ চেয়েছি, যাতে সেই ধরনের আবার কোনও চক্রান্ত করে কেউ সম্পত্তি বেদখল না করতে পারে, সেই কারণেই এই ব্যবস্থা । পথ চলতে গিয়ে আমার মনে হয়েছে, তোমার উপর সেই আস্থা রাখা যায় । আর এরপরই রে রে রবে রত্না চট্টোপাধ্যায় নেমে পড়েছেন । "

স্ত্রী যে মানসিকভাবে অসুস্থ, সেটাও আজ প্রমাণ করার জন্য বারবার চেষ্টা দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে । 2004 সাল থেকে যে রত্না চট্টোপাধ্যায়ের মানসিক রোগের চিকিৎসা চলছে তাও খোলসা করেন । বললেন, "2017-18 সালে চিকিৎসার জন্য ব্রিটেনে পাঠিয়েছিলাম । নিউ ক্যাসেলে তাঁর একটি মানসিক রোগের চিকিৎসা চলছে ।" শোভন ও তাঁর বান্ধবীর অনুমান, সেই মানসিক অসংলগ্নতা থেকেই রত্না চট্টোপাধ্যায় এই ধরনের কাজ করে থাকতে পারেন । আর যদি তা না হয়, তবে নিশ্চয় প্রতিহিংসাপরায়নতার জিনগত অভ্যেস ।

আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন

শোভন চট্টোপাধ্যায়কে যখন সিবিআই নারদ মামলায় নিজাম প্যালেসে তুলে নিয়ে গিয়েছিল, তখন সেখানে ছুটে যেতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্যায়কেও । কান্নাকাটিও করেছিলেন । বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন শোভনকে । কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই শোভনবাবুর দক্ষিণ কলকাতার গোলপার্কের ফ্ল্যাট খালি করার নোটিশ । নোটিস প্রেরক আর কেউ নন । তিনি শোভনবাবুর স্ত্রী তথা বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাস । আর এই নিয়ে বেজায় চটে রয়েছেন শোভনবাবু । তাঁর ধারণা, ছেলে ঋষিকেও ব্যবহার করছেন রত্না ।

ABOUT THE AUTHOR

...view details