পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancellation in South-Eastern Rail: দক্ষিণ-পূর্ব রেলের তরফে এখনও পর্যন্ত বাতিল প্রায় 60টি ট্রেন, ঘুরপথে চলছে 15টি - বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনা

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ আজ দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ পর্যন্ত প্রায় 60টি ট্রেন বাতিল করা হয়েছে ৷

Train Cancellation in South-Eastern Rail ETV BHARAT
Train Cancellation in South-Eastern Rail

By

Published : Jun 3, 2023, 7:51 PM IST

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেল বাতিল বহু ট্রেন

কলকাতা, 3 জুন: বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনার জেরে শুক্রবার সন্ধে থেকে বন্ধ রয়েছে হাওড়া ও শিয়ালদা থেকে দক্ষিণ ভারতগামী ট্রেনের একাধিক রুট ৷ এর ফলে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল প্রায় 60টি ট্রেন বাতিল করেছে ৷

উল্লেখ্য, শুক্রবার থেকে এখনও পর্যন্ত পূর্ব রেলের একটি মাত্র ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেটি হল শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস ৷ এছাড়া পূর্ব রেল শাখায় আর কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ তবে, দক্ষিণ-পূর্ব রেলের তরফে একাধিক ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ যার মধ্যে অধিকাংশ বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে দক্ষিণ-পূর্ব রেল ৷

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, শুক্রবার থেকে এখনও পর্যন্ত আনুমানিক 58-60টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ আর দশটির মতো ট্রেনের যাত্রাপথ কাঁটছাট করা হয়েছে ৷ এছাড়াও একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ৷

আরও পড়ুন:ভুল লাইনে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস, প্রাথমিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পূর্ব রেলের তরফে প্রকাশিত বাতিল ট্রেনটি হল-

  1. শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস

শনিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত বাতিল ট্রেনগুলি হল-

1. 12509 এসএমভিবি বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেস

2. 12551 এসএমভিবি বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস

3. 12253 এসএমভিবি বেঙ্গালুরু-ভাগলপুর এক্সপ্রেস

4. 06074 রাঙ্গাপাড়া উত্তর-ইরোড এক্সপ্রেস

5. 08439 পুরী-পাটনা এক্সপ্রেস

6. 22202 পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস

7. 08440 পাটনা-পুরী এক্সপ্রেস

8. 12510 গুয়াহাটি– এসএমভিবি বেঙ্গালুরু

9. 12552 কামাখ্যা-এসএমভিবি বেঙ্গালুরু

10. 08411 বালাসোর-ভুবনেশ্বর এক্সপ্রেস

11. 08415 জলেশ্বর-পুরী এক্সপ্রেস

12. 12891 বাংরিপোসি-পুরী এক্সপ্রেস

13. 18021 খড়গপুর-খুরদা রোড

14. 08063 খড়গপুর-ভদ্রক

15. 22895 হাওড়া-পুরী এক্সপ্রেস

16. 12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস

17. 12821 শালিমার-পুরী এক্সপ্রেস

18. 12245 হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস

19. 08031 বালাসোর-ভদ্রক

20. 18045 শালিমার-হায়দরাবাদ এক্সপ্রেস

21. 20889 হাওড়া-তিরুপতি এক্সপ্রেস

আরও পড়ুন:গাফিলতি মেনে নিয়ে দোষীদের শাস্তির আশ্বাস, বালাসোরে এসে গলা বুজল মোদির

যে ট্রেনগুলো ঘুর পথে চালানো হচ্ছে

1. 15644 কামাখ্যা-পুরী এক্সপ্রেস

2. 12508 শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস

3. 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

4. 07047 ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস

5. 12509 এসএমভিবি বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস

6. 15929 তাম্বারাম-নতুন তিনসুকিয়া এক্সপ্রেস

7. 22503 কন্নিয়াকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস

8. 22612 নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস

9. 12503 এসএমভিবি বেঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস

10. 22644 পাটনা-এরনাকুলাম এক্সপ্রেস

11. 15630 শিলঘাট শহর-তাম্বরম এক্সপ্রেস

12. 07029 আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস

13. 18420 জয়নগর-পুরী এক্সপ্রেস

14. 15643 পুরী-কামাখ্যা এক্সপ্রেস

15. 22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস

ABOUT THE AUTHOR

...view details