কলকাতা, 16 মার্চ: কেন্দ্রীয় বাহিনী নয়, বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) করানো হতে পারে রাজ্য পুলিশকে (West Bengal State Police) দিয়েই ! রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে ! এদিকে, ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷
ইদানীংকালে রাজ্যের সমস্ত নির্বাচনেই বিপুল কারচুপির অভিযোগ উঠেছে ৷ উঠেছে সন্ত্রাসের অভিযোগও ৷ সেই প্রেক্ষাপটে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেছে ৷ এমনকী, এই দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে তারা ৷ বিরোধীদের বক্তব্য, মানুষ যাতে নির্ভয়ে বুথে পৌঁছে পারে, এবং নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা দরকার ৷ রাজ্য পুলিশকে দিয়ে তা হবে না বলে মনে করে বিরোধীরা ৷ কারণ, তাদের যুক্তি, রাজ্য পুলিশ আদতে শাসকদল তৃণমূল কংগ্রেসের ধামাধারী ! এই অবস্থায় সত্যি সত্যি রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হলে বিরোধী রাজনৈতিক শিবির এর বিরুদ্ধে সরব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷