পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট করাতে রাজ্য পুলিশেই আস্থা ? - রাজ্য পুলিশ

রাজ্য পুলিশের (West Bengal State Police) তদারকিতেই করানো হবে বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ? রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি সূত্র মারফত এমনটাই দাবি করা হচ্ছে ৷

sources claim WB Panchayat Election 2023 can be done under the supervision of State Police
ফাইল ছবি

By

Published : Mar 16, 2023, 6:05 PM IST

কলকাতা, 16 মার্চ: কেন্দ্রীয় বাহিনী নয়, বাংলার আসন্ন পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) করানো হতে পারে রাজ্য পুলিশকে (West Bengal State Police) দিয়েই ! রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) একটি সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে ! এদিকে, ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷

ইদানীংকালে রাজ্যের সমস্ত নির্বাচনেই বিপুল কারচুপির অভিযোগ উঠেছে ৷ উঠেছে সন্ত্রাসের অভিযোগও ৷ সেই প্রেক্ষাপটে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেছে ৷ এমনকী, এই দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে তারা ৷ বিরোধীদের বক্তব্য, মানুষ যাতে নির্ভয়ে বুথে পৌঁছে পারে, এবং নিজের ভোট নিজে দিতে পারে, তার জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা দরকার ৷ রাজ্য পুলিশকে দিয়ে তা হবে না বলে মনে করে বিরোধীরা ৷ কারণ, তাদের যুক্তি, রাজ্য পুলিশ আদতে শাসকদল তৃণমূল কংগ্রেসের ধামাধারী ! এই অবস্থায় সত্যি সত্যি রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হলে বিরোধী রাজনৈতিক শিবির এর বিরুদ্ধে সরব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

এদিকে, ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকা অনুসারেই পঞ্চায়েত নির্বাচন করানো হবে ৷ চলতি বছরের 5 জানুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকা অনুসারে নয়া তালিকা প্রস্তুত ও প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই তালিকা অনুযায়ী, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার সংখ্যা 5 কোটি 66 লক্ষ 74 হাজার 911 ৷ রাজ্যের 3 হাজার 317টি গ্রাম পঞ্চায়েতের 63 হাজার 229টি আসনে ভোট হবে ৷

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী-সহ 5 দফা দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলা আবু হাসেমের

তবে ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত বা নির্ঘণ্ট ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷ যদিও সূত্রের দাবি, এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসে নির্বাচন সেরে ফেলা হতে পারে ৷ খুব সম্ভবত এক দফাতেই নির্বাচন হবে ৷

ABOUT THE AUTHOR

...view details