কলকাতা, 3 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবর স্নেহাশিসের কাছে নিলেন মা নিরূপা গঙ্গোপাধ্যায় । হঠাৎ অসুস্থ হয়ে সৌরভ হাসপাতালে পরীক্ষা করতে গিয়েছেন, এই খবর প্রথম থেকে জানানো হয় তাঁকে । তবে তিনি যে হৃদরোগে আক্রান্ত তা জানানো হয়নি ৷ এরপর স্নেহাশিস ও পুত্রবধূ ডোনার কাছ থেকেই ছোটো ছেলের খবর নিয়েছেন তিনি । আর আজ মায়ের সঙ্গে ফোনে কথা বললেন সৌরভ ।
ছেলের সঙ্গে কথা বলে আশ্বস্ত নিরূপা গঙ্গোপাধ্যায় । এদিকে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সৌরভের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল । ঘুমিয়েছেন । হালকা খাবার খেয়েছেন । তাঁকে দেখতে আসা মানুষদের সঙ্গে কথা বলেছেন । স্ত্রী ডোনা এবং কন্যা সানা সারারাত হাসপাতালে ছিলেন । সকালে দাদা স্নেহাশিস হাসপাতালে আসেন । চিকিৎসকদের সঙ্গে বিশদে কথা বলেন ।