পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মায়ের সঙ্গে ফোনে কথা সৌরভের - হাসপাতালে শুয়েই মায়ের সঙ্গে ফোনে কথা সৌরভের

ছেলের সঙ্গে কথা বলে আশ্বস্ত নিরূপা গঙ্গোপাধ্যায় । এদিকে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সৌরভের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল ।

মায়ের সঙ্গে ফোনে কথা সৌরভের
মায়ের সঙ্গে ফোনে কথা সৌরভের

By

Published : Jan 3, 2021, 5:54 PM IST

Updated : Jan 3, 2021, 10:56 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবর স্নেহাশিসের কাছে নিলেন মা নিরূপা গঙ্গোপাধ্যায় । হঠাৎ অসুস্থ হয়ে সৌরভ হাসপাতালে পরীক্ষা করতে গিয়েছেন, এই খবর প্রথম থেকে জানানো হয় তাঁকে । তবে তিনি যে হৃদরোগে আক্রান্ত তা জানানো হয়নি ৷ এরপর স্নেহাশিস ও পুত্রবধূ ডোনার কাছ থেকেই ছোটো ছেলের খবর নিয়েছেন তিনি । আর আজ মায়ের সঙ্গে ফোনে কথা বললেন সৌরভ ।

ছেলের সঙ্গে কথা বলে আশ্বস্ত নিরূপা গঙ্গোপাধ্যায় । এদিকে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সৌরভের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল । ঘুমিয়েছেন । হালকা খাবার খেয়েছেন । তাঁকে দেখতে আসা মানুষদের সঙ্গে কথা বলেছেন । স্ত্রী ডোনা এবং কন্যা সানা সারারাত হাসপাতালে ছিলেন । সকালে দাদা স্নেহাশিস হাসপাতালে আসেন । চিকিৎসকদের সঙ্গে বিশদে কথা বলেন ।

কী বললেন স্নেহাশিস ?

আরও পড়ুন :- সৌরভকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি

পরিবারের তরফে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তিনিও কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন । স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সোমবার দেবী শেট্টি আসবেন । তারপর বোর্ড গঠিত হবে । ইতিমধ্যে একটি স্টেন্ট বসেছে । আরও দুটো বসানো হবে । সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবারের আলোচনার পর ।’’

কলকাতার বাইরে নিয়ে চিকিৎসার প্রস্তাব থাকলেও স্নেহাশিস বলেন, এই ব্যাপারে তাঁদের মতামতের থেকে চিকিৎসকদের মতামত বেশি গুরুত্বপূর্ণ । পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার কথা বলেছেন তিনি । রবিবার দুপুরে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া হাসপাতালে আসেন ।

Last Updated : Jan 3, 2021, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details