পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ বাড়ি ফিরবেন সৌরভ - Sourav Ganguly

গতকালই হাসপাতাল থেকে তাঁকে ছাড়ার কথা ছিল ৷ তবে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একদিন থাকতে চাওয়ায় আজ তাঁকে ছাড়া হবে ।

Sourav Ganguly
সৌরভ গাঙ্গুলি

By

Published : Jan 7, 2021, 9:06 AM IST

কলকাতা, 7 জানুয়ারি : আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকালই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল ৷ কিন্তু, হাসপাতালে আরও একদিন থাকার ইচ্ছেপ্রকাশ করেন তিনি নিজেই ৷

মঙ্গলবার সৌরভকে দেখতে হাসপাতালে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি । তাঁর সঙ্গে আলোচনার পরই সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ । সৌরভকে দেখার পর দেবী শেটি জানিয়ে দিয়েছিলেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি । একেবারেই সুস্থ মহারাজ । এমনকী, দাদা কতটা সুস্থ রয়েছে তা মজার ছলে বোঝাতে তিনি বলেন, "সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন ।"

আরও পড়ুন :রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

গত শনিবার অর্থাৎ 2 জানুয়ারি দুপুর থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । তাঁর তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । শনিবার বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দু'টি আর্টারিতেও স্টেন্ট বসানো হবে । তবে তা এখনই নয় । সৌরভের শারীরিক অবস্থা বুঝে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details