কলকাতা, 7 জানুয়ারি : আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । গতকালই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল ৷ কিন্তু, হাসপাতালে আরও একদিন থাকার ইচ্ছেপ্রকাশ করেন তিনি নিজেই ৷
মঙ্গলবার সৌরভকে দেখতে হাসপাতালে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি । তাঁর সঙ্গে আলোচনার পরই সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ । সৌরভকে দেখার পর দেবী শেটি জানিয়ে দিয়েছিলেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি । একেবারেই সুস্থ মহারাজ । এমনকী, দাদা কতটা সুস্থ রয়েছে তা মজার ছলে বোঝাতে তিনি বলেন, "সৌরভ ম্যারাথনেও দৌড়াতে পারবেন, প্রয়োজনে বিমানও চালাতে পারবেন ।"