কলকাতা, 5 ফেব্রুয়ারি : প্রথমবার ডোনা গঙ্গোপাধ্যায়কে ছাড়াই হচ্ছে দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজো (Saraswati Puja of Diksha Manjari) ৷ তাই সেই পুজোর তদারকির দায়িত্বে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Takes Charge of Saraswati Puja of Diksha Manjari) ৷ মেয়ে সানার সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায় লন্ডনে রয়েছেন ৷ সেখানে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন সানা ৷ তাঁর সঙ্গেই রয়েছেন ডোনা ৷ কিন্তু, তাই বলে তো দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজো বন্ধ হতে পারে না ৷ তাই আয়োজনের দায়িত্ব দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীরাই নিয়েছেন ৷ আর তাঁদের সঙ্গে অভিভাবক হিসেবে রয়েছেন সৌরভ নিজে ৷ তবে, আজ রাতেই তিনি আমেদাবাদে উড়ে যাবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের জন্য ৷
আগামিকাল থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজ ৷ কোভিড পরিস্থিতির জন্য আমেদাবাদের অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে সবক’টি ম্যাচ ৷ যে ম্যাচ আয়োজনের বড় দায়িত্ব বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে ৷ তাই তিনি আজ রাতেই আমেদাবাদে উড়ে যাবেন ৷ কিন্তু, তাঁর আগে অন্য এক দায়িত্ব সামলে দিয়ে গেলেন মহারাজ ৷ স্ত্রী ও মেয়ের অনুপস্থিতিতে দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোর আয়োজনের দায়িত্ব সামলালেন তিনি ৷