কলকাতা, 1 সেপ্টেম্বর:নভেম্বর মাসেই রয়েছে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। শিল্প আনতে সেপ্টেম্বরের 12 তারিখ কলকাতা থেকে দুবাই উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে তাঁর যাওয়ার কথা স্পেনে । এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও । প্রশাসন সূত্রে তেমনটিই খবর । এখনও পর্যন্ত খবর, এই সফরের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার । অতএব স্পেন সফরে মমতার সফরসঙ্গী হতে পারেন মহারাজ ।
12 সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূল সুপ্রিমো ৷ তার পরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর । তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শিল্পায়ন এবং কর্মসংস্থানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে মমতা চাইছেন এই দুই দেশে সফর করে সেখানকার শিল্প মহল এবং সরকারের কাছে বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানাতে ।
সূত্রের খবর, 12 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী দুবাই পৌঁছবেন ৷ সেখান থেকেই 13 সেপ্টেম্বর তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ 13-20 সেপ্টেম্বর পর্যন্ত তিনি স্পেনেই থাকবেন ৷ এক্ষেত্রে মাদ্রিদ, বার্সেলোনা-সহ একাধিক শহরে তাঁর সঙ্গে শিল্পপতিদের বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ 20 সেপ্টেম্বর বার্সেলোনা শহর থেকে তিনি আবার দুবাই ফেরার বিমান ধরবেন ৷ দুবাইয়ে দু'দিন থেকে 23 তারিখ দুবাই থেকে কলকাতায় ফেরার বিমানে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার
এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আগামী নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে বিদেশের শিল্পমহল, বণিক সভাগুলিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথাও দুই দেশের মানুষের কাছে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই-স্পেনের ভারতীয় শিল্পপতিদেরও রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাতে পারেন তিনি ৷ সব মিলিয়ে রাজ্যের মাটিতে নতুন শিল্প স্থাপনের ভাবনা রয়েছে মমতার এই সফরে ৷ এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন রাজ্যের শিল্পমহলের একাংশ এবং বিভিন্ন দফতরের আমলারাও ৷