কলকাতা , 4 জানুয়ারি : বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । ব্লক হয়ে থাকা বাকি দু'টি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে । তবে, কবে হবে এই বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । অন্যদিকে, আগামীকাল হাসপাতালে আসতে পারেন চিকিৎসক দেবী শেটি ।
গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর ব্লক হয়ে থাকা বাকি দুটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হবে । কবে এই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে আজ সকালে বৈঠকে বসেন 9 জনের মেডিকেল বোর্ড । সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । সেইসঙ্গে ভিডিয়ো কনফারেন্সে ছিলেন চিকিৎসক দেবী শেটি । সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে অর্থাৎ তাঁর শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় ।
হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন , "এই মুহূর্তে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না । কয়েকদিন বা সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে । তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । " তবে হাসপাতাল থেকে কাল ছাড়া পাচ্ছেন না সৌরভ । আগামীকাল দেবী শেঠি আসবেন । তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । সেক্ষেত্রে পরশু তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে । সৌরভের স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন , "এখন ভালো আছেন সৌরভ । বুকে আর ব্যথা নেই । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।"
শুনে নিন হাসপাতালের সিইও রূপালি বসু -র বক্তব্য আরও পড়ুন, কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?
শনিবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । শনিবার বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ।