পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায় - Sourav Ganguly meets Jagdeep Dhankhar

রাজভবনে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে কী কারণে এসেছেন তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ।

রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়
রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Dec 27, 2020, 5:06 PM IST

Updated : Dec 27, 2020, 6:15 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে । তবে তপ্ত রাজ্য রাজনীতি । প্রথমে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর দাঁতনে শুভেন্দু অধিকারী । এরই মাঝে আজ বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে ঠিক কী কারণে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তা নিয়ে কিছুই মন্তব্য করতে চাননি তিনি ।

আজ বিকেল সাড়ে চারটের সময় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায় । রাজ্যপালের সঙ্গে ঠিক কী নিয়ে বৈঠক রয়েছে, তা নিয়ে সৌরভ কার্যত মুখে কুলুপ এঁটেছেন । তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি রাজভবনে গিয়েছিলেন । ক্রিকেট অ্যাকাডেমির জমি সংক্রান্ত কিছু সমস্যা নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন বলে সূত্রের খবর ।

আজ রাজ্যপালের সঙ্গে সৌরভের এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।

এদিকে গত মাসে যখন অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও উত্তর না দিলেও তিনি বলেছিলেন, "তালিকা অনেক বড় ।"

Last Updated : Dec 27, 2020, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details