পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অশোক ভট্টাচার্যকে দেখতে গেলেন সৌরভ - অশোক ভট্টাচার্যকে দেখতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দিনকয়েক আগে হৃদরোগে আক্রান্ত হন অশোক ভট্টাচার্য ৷ তাঁকে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

অশোক ভট্টাচার্য ও সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Sep 2, 2019, 2:11 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে দেখতে তাঁর মানিকতলার সরকারি আবাসনে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হন অশোকবাবু ৷ তাঁকে নিয়ে আসা হয় কলকাতায় ৷ এক বেসরকারি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ৷ বসানো হয় দু'টি স্টেন্টও ৷

চিকিৎসার পর কয়েক দিন আগেই বেসরকারি হাসপাতাল থেকে মানিকতলার সরকারি আবাসনে নিয়ে যাওয়া হয় অশোকবাবুকে ৷ এখন তিনি সুস্থ থাকলেও পরিশ্রম করা বারণ । গতকাল দাদাগিরির শুটিং শেষ করেই তাঁকে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন ৷ বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর :হৃদরোগে আক্রান্ত অশোক ভট্টাচার্য

এক বিবৃতিতে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, "সৌরভ এসেছিল । কথা হল । মানসিক সাহস জুগিয়ে গেছে । দ্রুত আরোগ্য কামনা করেছে । সৌরভ মানেই কামব্যাক । দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষায় আছি ।"

এই সংক্রান্ত আরও খবর :চিকিৎসার জন্য কলকাতায় আনা হল অশোক ভট্টাচার্যকে

চিকিৎসকের পর্যবেক্ষণের পর এবং পরামর্শ নিয়ে কয়েকদিন পর তিনি শিলিগুড়ি ফিরে যাবেন বলে খবর ।

এই সংক্রান্ত আরও খবর :অ্যাঞ্জিওপ্ল্যাস্টির পর ভালো আছেন শিলিগুড়ির মেয়র , জানালেন চিকিৎসকরা

ABOUT THE AUTHOR

...view details