কলকাতা, 20 জুন:পশ্চিমবঙ্গ দিবসে রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান । তারপর থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে নানা মহলে ।
রাজ্যপাল এবং সৌরভের সাক্ষাতের পেছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না তা নিয়েও জল্পনার ডালপালা ছড়াতে থাকে । সৌরভের তরফে এই সাক্ষাতের কোনও ব্যাখা দেওয়া হয়নি । তবে জানা গিয়েছে, রাজ্যপাল এবং সৌরভের এক কমন ফ্রেন্ডের উদ্যোগেই এই সাক্ষাৎ ৷ যাকে নিতান্ত সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন মহারাজ । এমনকী, এর সঙ্গে রাজভবনে পালন হওয়া পশ্চিমবঙ্গ দিবসেরও কোনও সম্পর্ক নেই ৷ তবে তাতেও জল্পনার অবসান হয়নি ৷
এর আগে, ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আচমকা তাঁর ত্রিপুরা পর্যটনের মুখ হওয়া নিয়ে কম বিতর্ক হয়নি । এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে নানা মহলে নানা জল্পনা ছড়িয়েছে ৷ এ দিনও সৌরভের আচমকা রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে এই প্রশ্নই আবারও উঠে আসছে যে, তাহলে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন মহারাজ ?