কলকাতা, 27 ডিসেম্বর : "এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ । মাননীয় রাজ্যপাল অনেকদিন ধরেই ইডেন ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ করে আসছেন । এখন ইডেনে বাংলা দলের অনুশীলন চলছে । আগামী সপ্তাহে কোনও একটা সময় রাজ্যপালের ইডেন পরিদর্শনের ব্যবস্থা করা হবে । আর হ্যাঁ, এই সাক্ষাৎ নিয়ে কোনও জল্পনা ছড়াবেন না ।" রাজ্যপালের সঙ্গে দু'ঘণ্টা বৈঠকের পর বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
আজ বিকেলে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় । রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । শোনা যাচ্ছে, অ্যাকাডেমির জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি রাজভবনে এসেছিলেন । প্রায় দু'ঘণ্টার বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি ।
রবিবার সৌরভের রাজভবনে আসার কথা প্রকাশ্যে এসেছে ঠিকই, তবে সূত্রের খবর, সাম্প্রতিক কালে একাধিকবার কার্যত নিশ্চুপে রাজভবনে এসেছেন তিনি । জমি জটের অস্বস্তিতে বোর্ড প্রেসিডেন্ট এর আগেও বিব্রত হয়েছেন । নবান্নতেও তাঁকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যেতে হয়েছে । তবে এতকিছুর পরও জটিলতা কাটেনি ।