পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বমেজাজেই রয়েছেন মহারাজ, জানালেন বৈশালী - Dada

গত শনিবার দুপুর থেকে দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । আজ সকালে এই হাসপাতাল থেকে তাঁর বাড়িতে ফেরার কথা ছিল । তবে, এ দিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একদিন হাসপাতালে থাকতে চাইছেন, তাই আগামীকাল সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে ।

baishali
baishali

By

Published : Jan 6, 2021, 6:04 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : বুধবার হাসপাতাল থেকে বাড়িতে না ফিরলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো আছেন, সুস্থ আছেন । দাদাকে সব সময় যেমন ফ্রেশ দেখ0তে লাগে, এখনও তেমনই ফ্রেশ দেখতে লাগছে । বুধবার বিকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসে বললেন, বৈশালী ডালমিয়া ।

গত শনিবার দুপুর থেকে দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছে । আজ সকালে এই হাসপাতাল থেকে তাঁর বাড়িতে ফেরার কথা ছিল । তবে, এ দিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একদিন হাসপাতালে থাকতে চাইছেন, তাই আগামীকাল সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে ।

সৌরভকে দেখতে এসে বৈশালী ডালমিয়ার প্রতিক্রিয়া

এদিকে, আজ বিকালে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে আসেন জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া । হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "হাসপাতাল থেকে কবে বাড়িতে ফিরবেন, এই বিষয়ে আমরা তো দিনক্ষণ ঠিক করতে পারি না । চিকিৎসা করাতে এসেছেন, চিকিৎসকরা দেখে নিয়েছেন। দাদার জন্য যেটা বেস্ট হবে, চিকিৎসকরা সেটাই সিদ্ধান্ত নেবেন । ভালোভাবে চিকিৎসা হয়েছে। সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন, এটাই তো গুরুত্বপূর্ণ । দাদাকে সব সময় যেমন ফ্রেশ দেখতে লাগে, সেই রকমই দেখতে লাগছে । "

ABOUT THE AUTHOR

...view details