মাদ্রিদ, 15 সেপ্টেম্বর:এ বার মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সঠিকই শুনছেন । মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে এ কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রিন্স অফ ক্যালকাটা । এ দিন স্পেনের রাজধানী মাদ্রিদের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঘোষণা করলেন, এ বার তিনি বাংলায় ইস্পাত কারখানা তৈরি করছেন । অন্যত্র নয়, এই কারখানা হচ্ছে মেদিনীপুরে । কেন তাঁর এই সিদ্ধান্ত তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাষায় এই মুহূর্তে বাংলা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল ৷ শুধু তাই নয়, বাংলার শাসন ব্যবস্থায় যে সরকার রয়েছে, সে শিল্পমহলকে সব রকম ভাবে সাহায্য করে । রাজ্য সরকারের রয়েছে ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপও । শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সরকার দ্রুত পদক্ষেপ করে বলে দাবি করেছেন সৌরভ । এ দিন এই মঞ্চে দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মহারাজ ।
এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, গোটা বিশ্ব তাঁকে ক্রিকেট প্লেয়ার হিসেবে চিনলেও ভুলে গেলে চলবে না তিনি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান । আর সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত । এ দিন স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে সৌরভ বলেছেন, "আপনারা আসুন, এই যুব প্রজন্মের উন্নয়ন হবে ।"
আরও পড়ুন:'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার