পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sourav Ganguly: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন, মাদ্রিদের শিল্প সম্মেলনে ঘোষণা সৌরভের - মাদ্রিদের শিল্প সম্মেলন

Sourav Ganguly in Spain: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন বলে ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি এই ঘোষণা করলেন মাদ্রিদে বাংলার শিল্প সম্মেলন থেকে ৷

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 6:39 PM IST

Updated : Sep 15, 2023, 10:51 PM IST

মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ

মাদ্রিদ, 15 সেপ্টেম্বর:এ বার মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সঠিকই শুনছেন । মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে এ কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রিন্স অফ ক্যালকাটা । এ দিন স্পেনের রাজধানী মাদ্রিদের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঘোষণা করলেন, এ বার তিনি বাংলায় ইস্পাত কারখানা তৈরি করছেন । অন্যত্র নয়, এই কারখানা হচ্ছে মেদিনীপুরে । কেন তাঁর এই সিদ্ধান্ত তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাষায় এই মুহূর্তে বাংলা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল ৷ শুধু তাই নয়, বাংলার শাসন ব্যবস্থায় যে সরকার রয়েছে, সে শিল্পমহলকে সব রকম ভাবে সাহায্য করে । রাজ্য সরকারের রয়েছে ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপও । শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সরকার দ্রুত পদক্ষেপ করে বলে দাবি করেছেন সৌরভ । এ দিন এই মঞ্চে দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মহারাজ ।

এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, গোটা বিশ্ব তাঁকে ক্রিকেট প্লেয়ার হিসেবে চিনলেও ভুলে গেলে চলবে না তিনি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান । আর সেই জায়গা থেকেই এই সিদ্ধান্ত । এ দিন স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে সৌরভ বলেছেন, "আপনারা আসুন, এই যুব প্রজন্মের উন্নয়ন হবে ।"

আরও পড়ুন:'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, "রাজ্য সরকার এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এমএসএমই-তে বাড়তি গুরুত্ব দিচ্ছে । ক্ষুদ্র শিল্প মানে অল্প বিনিয়োগ বেশি কর্মসংস্থান । শিক্ষা, কৃষি, তাঁত, চর্ম বহু ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে । কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন । আপনারাও বিনিয়োগ করুন ।"

তিনি বলেন, "সংস্কৃতির দিক থেকে বাংলা অত্যন্ত উন্নত । সে কারণেই বাংলাকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় । স্পেনের মতো বাংলায় ফুটবলও ভীষণ জনপ্রিয় । স্পেনীয় ফুটবল তারকারা বাংলায় আসছেন । নিশ্চিতভাবে এটা অত্যন্ত বড় বিষয় । তাই আপনারাও আসুন ।"

স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বানের মাঝেই আকস্মিক ভাবে নিজের বিনিয়োগের কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভের কথায়, "আমি শুধু খেলি না, আমি নতুন ইস্পাত কারখানা করছি মেদিনীপুরে । এটা আমার তৃতীয় কারখানা ।" তিনি জানান, এই কারখানা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুবই সাহায্য করেছেন ৷ আগামী 6 মাসের মধ্যেই এই কারখানা তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন সৌরভ ৷ উল্লেখ্য, দুর্গাপুরে ও পটনায় তাঁর প্রথম দুটি ইস্পাত কারখানা রয়েছে ৷

তাই তাঁর পথ অনুসরণ করে বাংলাতে স্পেনের ব্যবসায়ী মহলকেও বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বাংলার মহারাজ ।

Last Updated : Sep 15, 2023, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details