কলকাতা, 26 ফেব্রুয়ারি: মহারাজকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক ৷ বায়োপিক তৈরি হচ্ছে লভ ফ্লিমসের ব্য়ানারে ৷ সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে ৷ যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চিত্রনাট্য তৈরি হতে সময় লাগবে ছ‘মাস ৷ তার মধ্যে এই ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে ৷ এদিকে কলকাতা সফরে এসেছেন রণবীর কাপুর ৷ তবে রণবীরের কলকাতা সফর কি সৌরভের বায়োপিকে অভিনয় সংক্রান্ত কাজে ? ইডেনে দেখা সাক্ষাত কি ছবির রেইকির প্রাথমিক পর্বের জন্য ? দুটো প্রশ্নের উত্তরেই একটাই শব্দ,"না।" রণবীর কাপুরের সাম্প্রতিক ছবি "তু ঝুটা ম্যায় মক্কার" আজ 26 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে । তারই প্রচারে কলকাতায় রণবীর। বড় পর্দায় এই ছবির প্রযোজক লভ ফিল্মস। পরিচালক লভ রঞ্জন । সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও করছে লভ ফিল্মস। কলকাতায় এই সময় ছবির প্রচারে রণবীরের আসা এবং ইডেনে সৌরভের সঙ্গে দেখা করায় জল্পনা বেড়েছে (Sourav and Ranbir meet at Eden Gardens) ।
এদিকে পৃথ্বীশ, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডে, ইশান্ত শর্মাদের নিয়ে দিল্লি ক্যাপিট্যালসের অনুশীলনে সৌরভ গাঙ্গোপাধ্য৷য় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলনের পরে ইডেনে অনুশীলন শুরু করবে দিল্লি । ইতিমধ্যে আইপিএলের ঢাকে কাঠি পড়েছে । সব দলই ধীরে ধীরে অনুশীলনে নামবে । নাইট রাইডার্সও দ্রুত অনুশীলন শুরু করতে চলেছে । দিল্লি ইতিমধ্যে দ্বিতীয় দফায় কলকাতায় শিবির করছে । দলের প্রস্তুতি নিয়ে মুখ না খুললেও সৌরভ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ায় হতাশ । তাঁর মতে ভারতীয় মেয়েরা ধারাবাহিক ভাবে ভালো খেলে এসে একটি ম্যাচের ব্যর্থতায় ছিটকে গেল । অথচ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল রিচা ঘোষদের । ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতিতে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট খুশি । কারণ তাঁর সময় থেকে মেয়েদের ক্রিকেটৈর উন্নতির শুরু হয়েছিল । যার ফল এখন দেখা যাচ্ছে ।