পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sourav Ganguly Biopic: দাদার বায়োপিক নিয়ে জল্পনা উস্কে আজ ইডেনে সৌরভ-রণবীর - Ranbir Kapoor

আইপিএলের ঢাকে কাঠি পড়েছে ৷ সব দলই ধীরে ধীরে অনুশীলনে নামবে (Ranbir Kapoor) ৷ পৃথ্বীশ, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডে, ইশান্ত শর্মাদের নিয়ে দিল্লি ক্যাপিট্যালসের অনুশীলনে শুরু করেছেন সৌরভ গাঙ্গোপাধ্যায় ৷ এদিকে দাদাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ৷ দাদার চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে ৷

Sourav GangulySourav Ganguly
প্রতীকী ছবি

By

Published : Feb 26, 2023, 9:18 AM IST

Updated : Feb 26, 2023, 12:52 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: মহারাজকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক ৷ বায়োপিক তৈরি হচ্ছে লভ ফ্লিমসের ব্য়ানারে ৷ সৌরভের চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে ৷ যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চিত্রনাট্য তৈরি হতে সময় লাগবে ছ‘মাস ৷ তার মধ্যে এই ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে ৷ এদিকে কলকাতা সফরে এসেছেন রণবীর কাপুর ৷ তবে রণবীরের কলকাতা সফর কি সৌরভের বায়োপিকে অভিনয় সংক্রান্ত কাজে ? ইডেনে দেখা সাক্ষাত কি ছবির রেইকির প্রাথমিক পর্বের জন্য ? দুটো প্রশ্নের উত্তরেই একটাই শব্দ,"না।" রণবীর কাপুরের সাম্প্রতিক ছবি "তু ঝুটা ম্যায় মক্কার" আজ 26 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে । তারই প্রচারে কলকাতায় রণবীর। বড় পর্দায় এই ছবির প্রযোজক লভ ফিল্মস। পরিচালক লভ রঞ্জন । সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও করছে লভ ফিল্মস। কলকাতায় এই সময় ছবির প্রচারে রণবীরের আসা এবং ইডেনে সৌরভের সঙ্গে দেখা করায় জল্পনা বেড়েছে (Sourav and Ranbir meet at Eden Gardens) ।

এদিকে পৃথ্বীশ, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডে, ইশান্ত শর্মাদের নিয়ে দিল্লি ক্যাপিট্যালসের অনুশীলনে সৌরভ গাঙ্গোপাধ্য৷য় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলনের পরে ইডেনে অনুশীলন শুরু করবে দিল্লি । ইতিমধ্যে আইপিএলের ঢাকে কাঠি পড়েছে । সব দলই ধীরে ধীরে অনুশীলনে নামবে । নাইট রাইডার্সও দ্রুত অনুশীলন শুরু করতে চলেছে । দিল্লি ইতিমধ্যে দ্বিতীয় দফায় কলকাতায় শিবির করছে । দলের প্রস্তুতি নিয়ে মুখ না খুললেও সৌরভ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ায় হতাশ । তাঁর মতে ভারতীয় মেয়েরা ধারাবাহিক ভাবে ভালো খেলে এসে একটি ম্যাচের ব্যর্থতায় ছিটকে গেল । অথচ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল রিচা ঘোষদের । ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতিতে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট খুশি । কারণ তাঁর সময় থেকে মেয়েদের ক্রিকেটৈর উন্নতির শুরু হয়েছিল । যার ফল এখন দেখা যাচ্ছে ।

আরও পড়ুন:মহারাজের চিঠিতে ফিরল হুঁশ ! নিকাশি সংস্কারে উদ্য়োগী কেএমসি

এরই মধ্যে আজ, রবিবার বিকেলে ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন বলিউড তারকা রণবীর কাপুর । এমন একটি সময় বলিউড তারকা কলকাতায় আসছেন যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে । প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে । বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করতে পারেন তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে । শোনা যাচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুরই । কিছুদিন আগেই রণবীরের নাম উঠে এসেছিল । তবে না কি সময় দেওয়া নিয়ে কিছুটা সমস্যা থাকলেও বর্তমানে তা মিটে গিয়েছে ৷ প্রসঙ্গত, রণবীর কাপুর আগেই জানিয়েছিলেন সঞ্জু করার পরে আর কোনও বায়োপিকে অভিনয় করবেন না। তাছাড়া আগামী তিনবছর রনবীরের ডেট ফাঁকা নেই। তাই সৌরভের চরিত্রে তার অভিনয়ের সম্ভাবনার তুঙ্গে উঠলেও বোধহয় তা বাস্তবায়ন কঠিন।

Last Updated : Feb 26, 2023, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details