পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতীয় জনতা যুব মোর্চার ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখছেন সৌমিত্র খাঁ

SOUMITRA KHAN BJYM WEST BENGAL PRESIDENT LIVE PAGE
সৌমিত্র খাঁ

By

Published : Jul 21, 2020, 2:43 PM IST

Updated : Jul 21, 2020, 2:54 PM IST

14:52 July 21

তৃণমূলের ভার্চুয়াল সভার পালটা সভা করছে ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেখানে বক্তব্য রাখছেন সৌমিত্র খাঁ ৷ 

  • মানুষ আপনাদের সঙ্গে থাকবে না ৷
  • বাংলার নিচুস্তরের মানুষদের সম্মান করেন না দিদি ৷
  • আগামী বছর আর 21 জুলাই হবে না ৷ তখন আর তৃণমূল থাকবে না ৷ 

14:50 July 21

  • চাষীরা না খেতে পেয়ে মারা যাচ্ছে ৷
  • মুখ্যমন্ত্রী কোনও দায়িত্ব পালন করতে পারছেন না ৷
  • মানুষের সেবার নামে মানুষকে লুঠছেন ৷
  • বাংলাকে লন্ডন বানাবেন বলেছিলেন, কলকাতাকে লন্ঠন বানিয়ে দিয়েছেন ৷
  • সংবাদমাধ্যমকে দিদি বন্ধ করিয়ে দিচ্ছেন ৷
  • হুমকি দিয়ে কিচ্ছু হবে না দিদি ৷
  • পশ্চিমবঙ্গের যুব সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন ৷
  • প্রশান্ত কিশোরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করছেন ৷
  • প্রধানমন্ত্রীর ভাষা চুরি করছেন দিদি ৷

14:44 July 21

  • যে তৃণমূলের মন্ত্রীরা কাজ করতে পারে না , তাদের ভালো পদ দিচ্ছেন ৷
  • দক্ষিণ 24 পরগণায় আমফানে ক্ষতিগ্রস্তদের আপনি একটাও টাকা দেননি ৷
  • আমরা আন্দোলন করতে গেলেই আপনি গেপ্তার করিয়ে দেন ৷
  • CESC - র টাকা আপনি দলের ফান্ডে ঢোকাচ্ছেন ৷
  • প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারত অনেক ভালো আছে ৷

14:20 July 21

  • শহিদ দিবস মানুষের কাছে প্রহসন দিবস হয়ে উঠেছে ৷
  • শহিদদের প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে ৷
  • আজ সিঙ্গুরের চাষিরা খেতে পাচ্ছেন না ৷
  • বাংলার বেকার যুবকদের না খেতে দিয়ে, না শিল্প দিয়ে, না চাকরি দিয়ে বাংলার যুবসমাজকে বেকার তৈরি করছেন ৷ হত্যা করছেন ৷
  • চোপড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর স্বপ্ন ভেঙে দিলেন ৷ আপনি ধর্ষণ করাচ্ছেন ৷
Last Updated : Jul 21, 2020, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details