পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমিশনের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ সৌমিত্র-শঙ্কুর - Soumitra

প্রতি দফার ভোটের আগে কমিশনের তরফে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস দেওয়া হচ্ছে । অথচ বাস্তবে তা হচ্ছে না, অভিযোগ শঙ্কুদেব পণ্ডার ।

সৌমিত্র-শঙ্কুর অবস্থান-বিক্ষোভ

By

Published : May 9, 2019, 2:12 AM IST

Updated : May 9, 2019, 11:33 AM IST

কলকাতা, 9 মে : 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ BJP-র । আজ রাত 12 টা নাগাদ অবস্থান বিক্ষোভ শুরু করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সৌমিত্র খাঁ ও BJP নেতা শঙ্কুদেব পণ্ডা । ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানান সৌমিত্র খাঁ ও শঙ্কুদেব পণ্ডা ।

অবস্থানে বসে সৌমিত্র খাঁ বলেন, "বাইরে থেকে লোক এনে বাঁকুড়ার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রত মণ্ডলকে দিয়ে এই কাজ করাচ্ছেন । বুকে গুলি করে মেরে দিন । তাও ঠিক আছে । তবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিতে দেব না।"

শঙ্কুদেব পণ্ডা বলেন, "প্রতি দফার ভোটের আগে কমিশনের তরফে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস দেওয়া হচ্ছে । অথচ বাস্তবে তা হচ্ছে না । সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না । ফলে তৃণমূল আশ্রিত গুন্ডারা ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে । বেছে বেছে BJP কর্মী-সমর্থকদের উপর আক্রমণ নামিয়ে আনছে ।"

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে শঙ্কুদেব বলেন, "কমিশন আশ্বাস দিলেও মাত্র 63 শতাংশ বুথে বাহিনী মোতায়েন করা হচ্ছে । ফলে বাকি বুথগুলিতে ভোটারদের নিরাপত্তা নেই । স্থানীয় পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে । কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করছে । ফলে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করানোর যে প্রতিশ্রুতি কমিশন দিচ্ছে তা বাস্তবায়িত হচ্ছে না।"

বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ করেন শঙ্কুদেব । বলেন, "অনুব্রতবাবু বীরভূম থেকে লোক ঢোকাচ্ছেন বাঁকুড়ায় । তাঁর নেতৃত্বে ভোটারদের ভয় দেখানো হচ্ছে । বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়ার দুই লোকসভা কেন্দ্রে । পুলিশ সব জানে । অথচ কোনও ব্যবস্থা নিচ্ছে না । অবিলম্বে এর বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত ।"

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে শঙ্কুদেবরা যখন অবস্থান শুরু করেন ততক্ষণে বন্ধ হয়ে গেছে দপ্তর । এনিয়েও ক্ষোভ প্রকাশ করেন শঙ্কুদেব । বলেন, "কমিশনের উচিত 24 ঘণ্টা দপ্তর খোলা রাখা । এতক্ষণ ধরে একজন প্রার্থী বসে রয়েছে দপ্তরের বাইরে অথচ কমিশনের কোনও প্রতিনিধি নেই ।"

গতরাত থেকে শুরু ধরনা এখনও চালিয়ে যাচ্ছেন শঙ্কুদেব পণ্ডা ও সৌমিত্র খাঁ । সব বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, এই দাবিতেই চলছে ধরনা । তাঁদের বক্তব্য, এই দাবি যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন মানছে ততক্ষণ এই ধরনা চালিয়ে যাওয়া হবে । এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Last Updated : May 9, 2019, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details