কলকাতা, 8 মার্চ : সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া কাঁথি কলেজ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট (Soumendu Adhikari's Interim order extends on Contai College case by High Court) । 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যে সব পক্ষকেই নিজেদের বক্তব্যর স্বপক্ষে যথাযথ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।
এর আগে ফেব্রুয়ারির শেষে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এবং তদন্ত প্রক্রিয়ার উপর 4 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । কাঁথি পিকে কলেজে দুর্নীতির অভিযোগে গত 17 ফেব্রুয়ারি সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় নিম্ন আদালত ।
আরও পড়ুন :Jayprakash Joins TMC : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জয়প্রকাশের, খবর শুনে বহিষ্কার করল বিজেপি