কলকাতা, 21 সেপ্টেম্বর : কৃষি বিলের বিরোধিতা করার জন্য ডেরেক ও'ব্রায়েন ও দোলা সেন-সহ রাজ্যসভার 8 সাংসদ সাসপেন্ড হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল । ক্ষোভপ্রকাশ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "খুব অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে । আমিও এদের সঙ্গে প্রতিবাদে আছি । আমাদের মহিলা সদস্য সংসদের লনে শুয়ে প্রতিবাদ করছেন ।"
সৌগত রায় ETV ভারতকে বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা সবাই গান্ধি মূর্তির সামনে অবস্থান করছে । আমিও এদের সঙ্গে আছি । খুব অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে । অন্যায়ভাবে গতকাল ভোটাভুটি করতে দেয়নি । রাজ্যসভার সদস্যরা লনের উপর শুয়ে প্রতিবাদ করছে । এই প্রতিবাদে রয়েছেন মহিলা সাংসদ দোলা সেনও । এই বিষয়টি নিয়ে আগামীকাল সংসদে বিরোধী দলনেতা বলবেন । তারপর পরবর্তী আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে । গোটা দেশে এই প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে । কৃষকদের হয়ে সব বিরোধী দল লড়ছে ।"