পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংসদের লনে শুয়ে প্রতিবাদ করছেন তৃণমূলের মহিলা সাংসদ : সৌগত - Dola Sen

ডেরেক ও'ব্রায়েন ও দোলা সেন-সহ রাজ্যসভার 8 সাংসদ সাসপেন্ড হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল । ক্ষোভপ্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ।

8 MPs suspended
8 MPs suspended

By

Published : Sep 22, 2020, 12:03 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : কৃষি বিলের বিরোধিতা করার জন্য ডেরেক ও'ব্রায়েন ও দোলা সেন-সহ রাজ্যসভার 8 সাংসদ সাসপেন্ড হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল । ক্ষোভপ্রকাশ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "খুব অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে । আমিও এদের সঙ্গে প্রতিবাদে আছি । আমাদের মহিলা সদস্য সংসদের লনে শুয়ে প্রতিবাদ করছেন ।"

সৌগত রায় ETV ভারতকে বলেন, "সাসপেন্ড হওয়া সাংসদরা সবাই গান্ধি মূর্তির সামনে অবস্থান করছে । আমিও এদের সঙ্গে আছি । খুব অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে । অন্যায়ভাবে গতকাল ভোটাভুটি করতে দেয়নি । রাজ্যসভার সদস্যরা লনের উপর শুয়ে প্রতিবাদ করছে । এই প্রতিবাদে রয়েছেন মহিলা সাংসদ দোলা সেনও । এই বিষয়টি নিয়ে আগামীকাল সংসদে বিরোধী দলনেতা বলবেন । তারপর পরবর্তী আন্দোলনের পদক্ষেপ নেওয়া হবে । গোটা দেশে এই প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে । কৃষকদের হয়ে সব বিরোধী দল লড়ছে ।"

অন্যদিকে, এই ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন । এ প্রসঙ্গে তাঁর টুইট বিবৃতি, "কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য 8 সাংসদের শাস্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক । এই ঘটনা স্বৈরাচারী শাসকের মানসিকতা সামনে আনে । এই সিদ্ধান্তের ফলে স্পষ্ট যে বর্তমান সরকার কোনওরকম রকম গণতন্ত্রে বিশ্বাস করে না । তবে আমরা মাথা নত করব না । আমরা সংসদে এবং রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাব ।"

প্রসঙ্গত, গতকাল রাজ্যসভায় কৃষি বিল নিয়ে বিরোধীদের আচরণের পরিপ্রেক্ষিতে আজ ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেন-সহ মোট 8 জন সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় । এই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূলসহ বিরোধী দলের সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details