কলকাতা , 23 এপ্রিল : লকডাউনের মাঝে নাকি দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন সুজাতা মণ্ডল খাঁ । নিজেই মাস্ক পরা অবস্থায় সেই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় । সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রীর লকডাউনের মাঝে কলকাতায় ফেরার বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে । এরই মাঝে তাঁর এভাবে ফেরা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁর বক্তব্য , “ উনি কোথায় আছেন জানি না । তবে 22 এপ্রিল নিজেই নিজের ছবি দিয়ে কলকাতায় ফেরার কথা যখন বলেছেন তখন ধরে নিতে হবে উনি ফিরেছেন । এখন এভাবে ফিরতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুমতি নিতে হয় । সাধারণভাবে অসুস্থতার ভিত্তিতে সেই অনুমতি দেওয়া হচ্ছে । তবে তিনি কোন গ্রাউন্ডে এই অনুমতি পেলেন তা খতিয়ে দেখা দরকার । শুধুমাত্র সাংসদের স্ত্রী বলেই এই সুবিধা কাজে লাগিয়ে অনুমতি পেয়েছেন কি না তাও দেখা উচিত ।"
এই বিতর্কের কেন্দ্রে সুজাতা মণ্ডল খাঁয়ের একটি পোস্ট । 22 এপ্রিল বিকেল 4 টে 33 মিনিটে কলকাতার লোকেশন দিয়ে তিনি লেখেন , “ঘরে ফেরার মজাই আলাদা । কলকাতা দা সিটি অফ জয় । দিল্লি দিলওয়ালো কি।" সঙ্গে বিমানের ভিতরের মাস্ক পরা অবস্থায় সেলফি পোস্ট করেন । কলকাতার ফাঁকা বিমানবন্দরের ছবিও দেন তিনি । বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা সেলফিও ওই পোস্টেই দিয়েছেন তিনি ।
"ঘরে ফেরার মজাই আলাদা", ফেসবুকে পোস্ট করে সমালোচনার মুখে সাংসদ-পত্নী - Sujata mondal khan
সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী 22 এপ্রিল সোশাল মিডিয়ায় বিমানের মধ্যে মাস্ক পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে লেখেন , “ ঘরে ফেরার মজাই আলাদা । কলকাতা দা সিটি অফ জয় । দিল্লি দিলওয়ালো কি ।" এরপরই তাঁর সমালোচনায় সরব হয়েছেন অনেকে ।
নেটিজেনরা বলতে শুরু করেন, যেখানে ভিনরাজ্যের শ্রমিকরা আটকে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে , সেখানে সাংসদ পত্নী বলেই তিনি কি এই সুবিধা পেলেন ? কেউ আবার লিখেছেন , “ বাড়ি ফেরার জন্য টানা তিনদিন হেঁটে গ্রামে পৌঁছানোর মুখে মারা গেল এক কিশোরী । আর রাজনৈতিক যাযাবর নেতা সৌমিত্র খাঁর স্ত্রী বিমানে চড়ে ফোটো পোস্ট করে বলছেন ঘরে ফেরার মজাটাই আলাদা । সত্যিই এরা কোনওদিন মানুষ হবে না ।"
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন , “সাধারণভাবে প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় থানা, IPS অফিসারের অনুমতি সাপেক্ষে বিমান যাত্রার অনুমতি দিচ্ছে । অসুস্থ ব্যক্তিদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে । এ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে বাইরে যেতে হলে অনুমতি দেওয়া হচ্ছে । উনি কীসের ভিত্তিতে অনুমতি পেলেন তা খতিয়ে দেখা উচিত ।"
বিষয়টি নিয়ে কথা বলা যায়নি সুজাতা খাঁর সঙ্গে । তবে সৌমিত্র খাঁ এই প্রসঙ্গে ETV ভারতকে বলেন , “ হ্যাঁ, উনি ছবি দিয়েছেন ঠিকই । তবে ছবিটি আগের । এখন দিল্লিতেই রয়েছেন তিনি । বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে । "