কলকাতা,2 জুলাই:বিরোধী ঐক্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উৎসাহী, তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বও কি ততোটাই উৎসাহী? প্রশ্নটা উঠছে কারণ, বিরোধী ঐক্য নিয়ে উলটো সুর শোনা গেল তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়ের গলায়। যেখানে পটনাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মহাবৈঠকে যোগ দিলেন। একে একে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, লালুপ্রসাদ যাদব থেকে নীতীশ কুমারকে 'আপনজন' বললেন, সেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় বলে উঠলেন- 'আমাদের বিরোধী ঐক্যের প্রয়োজন নেই, তৃণমূল একাই বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচন লড়তে সক্ষম'। সৌগতের এই বক্তব্যের পরই শোরগোল, তাহলে কি বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলের অন্দরে ভিন্নমত?
একটু পিছিয়ে যাওয়া যাক। পটনায় বিরোধীর মহাবৈঠক শেষে মমতা বলেছিলেন, 'বৈঠক ভালো হয়েছে। আমরা ঐক্যবদ্ধ। আমার একসঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও এই দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমিক।' সেই বৈঠকের সদর্থকতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলনেত্রী। সেখানে তাঁর দলেরই অন্যতম দুঁদে নেতা কীভাবে উলটো মতামত দিলেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।