পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাইজ়্যাগে গ্যাস লিকের ঘটনা বড় কেলেঙ্কারি : সৌগত রায়

ভাইজ়্যাগে গ্যাস লিক হয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে ৷ পাঁচ হাজারের কাছাকাছি মানুষ অসুস্থ ৷ ভাইজ়্যাগের এই ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছে দেশ তথা গোটা রাজ্যবাসীকে । তবে এই ঘটনাকে সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায় ।

Kolkata
ভাইজ়্যাগে গ্যাস লিক

By

Published : May 8, 2020, 12:11 AM IST

কলকাতা , 7 মে : ভাইজ়্যাগে গ্যাস লিকের ঘটনা একটা বড় কেলেঙ্কারি । বললেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তিনি বলেন, "এটা একটা মারাত্মক কেলেঙ্কারি । ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি ।" পাশাপাশি, পলিমার কম্পানি এবং অন্ধ্রপ্রদেশ সরকারকেও কাঠগড়ায় তোলেন তিনি ।


ভাইজ়্যাগে গ্যাস লিক হয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে ৷ পাঁচ হাজারের কাছাকাছি মানুষ অসুস্থ ৷ ভাইজ়্যাগের এই ঘটনা ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা ফের স্মরণ করিয়ে দিয়েছে । তবে এটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায় । তাঁর মতে , এটা একটা মারাত্মক কেলেঙ্কারি । এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "পলিমার কম্পানি এই কারখানা চালাত । তাদের প্রাথমিক দায়িত্ব ছিল । তারা গ্যাস ট্যাঙ্কগুলি পর্যবেক্ষণ করেনি । অন্ধ্রপ্রদেশ সরকারেরও দায়িত্ব ছিল । এই ধরনের কারখানা যখন বন্ধ রয়েছে তখন সরকারের তরফে ট্যাঙ্কগুলি পরীক্ষা করানো উচিত ছিল । এই গ্যাসটা স্টাইরিন ছিল । ভূপালের মতো মিথাইল আইসোসায়ানাইড গ্যাস হলে হাজার লোক মারা যেত । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে । তারা ব্যবস্থা নিক । অসুস্থদের জন‍্য ব্যবস্থা করুক । মৃতদের পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ দিক ।"

এই ঘটনা নিয়ে যথাযথ তদন্তের দাবি তুলেছেন সৌগতবাবু । এই প্রসঙ্গে তিনি বলেন , "কী করে এই ঘটনা ঘটল বোঝাই যাচ্ছে ৷ তবে কার দায়িত্ব ছিল, সেটা নিয়ে যথাযথ তদন্ত হওয়া দরকার ।"

ABOUT THE AUTHOR

...view details