কলকাতা, 10 ফেব্রুয়ারি: আদালতের নির্দেশের আধ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । এই বিজ্ঞপ্তির জেরে গ্রুপ ডি পদে কর্মরত 1911 জন কর্মীর চাকরি বাতিল হয়ে গেল । শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ দেন 1911 জন গ্রুপ ডি কর্মীর নাম প্রত্যাহার করতে হবে । তাঁর মতে, বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ওই প্রার্থীদের নাম । আর তার পরই ওই গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ জারি করে এসএসসি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বছরখানেক ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই পড়েছে বাংলায় ৷ প্রাথমিক থেকে এসএসসি, শিক্ষক থেকে গ্রুপ ডি কর্মী, সব নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷ আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ আর যেহেতু পুরো প্রক্রিয়ার মধ্যে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ, তাই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ ইতিমধ্যে এই দুই কেন্দ্রীয় এজেন্সি পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো হেভিওয়েটদের গ্রেফতার করেছে ৷