কলকাতা, 6 মে: বঙ্গ রাজনীতিতে আবার সোনালি-উদয় ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে প্রায় বছরখানেক পর প্রকাশ্যে এলেন সেই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷ যদিও শনিবার সম্পূর্ণ অরাজনৈতিক এক মঞ্চে হাজির হয়ে সোনালি গুহ যা যা বললেন, তাতে স্পষ্ট এক সময়ের ‘ম্যান অফ দ্য চিফ মিনিস্টার’ এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই রয়েছেন ৷ তৃণমূলের সঙ্গে থাকার বিষয়টি স্পষ্ট করলেও বিজেপির সঙ্গে আছেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন সোনালি ৷ তবে জানিয়েছেন, তিনি এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ৷
তাহলে কি তিনি আবার বিজেপির সঙ্গেই সখ্যতা তৈরি করছেন ? শনিবার কলকাতার হাজরা মোড়ে সংযুক্ত যৌথ মঞ্চের উদ্যোগে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন কর্মসূচিতে সোনালি গুহকে এই একটা প্রশ্নই ঘুরছে ৷ এ দিন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে মিনিট দুয়েক ভাষণ দেন সোনালি ৷ তাঁর ভাষণ আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ছিল ৷ যেহেতু তিনি দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন, তাই বিরোধী নেত্রী থাকাকালীন ডিএ নিয়ে মমতার রাজনৈতিক অবস্থান তাঁর ভাষণে বারবার উঠে এল ৷
তিনি বলেন, ‘‘এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একদিন বলেছিলেন যদি কেন্দ্রে হারে ডিএ না দেওয়া হয়, তখন বামফ্রন্টের সরকার ছিল এই সরকারের থাকার দরকার নেই ৷’’ অতীত প্রসঙ্গ এই কথা বলে তিনি আবার ফিরে আসেন বর্তমানে ৷ বলেন, ‘‘এখন আমি শুধু একটা কথাই বলব, সেই কথা মনে করে কেন্দ্রের হারে ডিএ দিয়ে দিন ৷ না দিতে পারলে আপনি দয়া করে পশ্চিমবঙ্গ থেকে চলে যান ৷’’