পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonali Slams Mamata: মমতা ও অভিষেক খাবে আর আমরা খেতে পাব না ! শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন সোনালির - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে সোনালি গুহ ৷ মিনিট দুয়েকের ভাষণে আগাগোড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Sonali Slams Mamata
Sonali Slams Mamata

By

Published : May 6, 2023, 7:57 PM IST

Updated : May 6, 2023, 8:48 PM IST

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে সোনালি গুহর ভাষণ

কলকাতা, 6 মে: বঙ্গ রাজনীতিতে আবার সোনালি-উদয় ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে প্রায় বছরখানেক পর প্রকাশ্যে এলেন সেই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷ যদিও শনিবার সম্পূর্ণ অরাজনৈতিক এক মঞ্চে হাজির হয়ে সোনালি গুহ যা যা বললেন, তাতে স্পষ্ট এক সময়ের ‘ম্যান অফ দ্য চিফ মিনিস্টার’ এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই রয়েছেন ৷ তৃণমূলের সঙ্গে থাকার বিষয়টি স্পষ্ট করলেও বিজেপির সঙ্গে আছেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন সোনালি ৷ তবে জানিয়েছেন, তিনি এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ৷

তাহলে কি তিনি আবার বিজেপির সঙ্গেই সখ্যতা তৈরি করছেন ? শনিবার কলকাতার হাজরা মোড়ে সংযুক্ত যৌথ মঞ্চের উদ্যোগে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন কর্মসূচিতে সোনালি গুহকে এই একটা প্রশ্নই ঘুরছে ৷ এ দিন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে মিনিট দুয়েক ভাষণ দেন সোনালি ৷ তাঁর ভাষণ আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ছিল ৷ যেহেতু তিনি দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন, তাই বিরোধী নেত্রী থাকাকালীন ডিএ নিয়ে মমতার রাজনৈতিক অবস্থান তাঁর ভাষণে বারবার উঠে এল ৷

তিনি বলেন, ‘‘এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একদিন বলেছিলেন যদি কেন্দ্রে হারে ডিএ না দেওয়া হয়, তখন বামফ্রন্টের সরকার ছিল এই সরকারের থাকার দরকার নেই ৷’’ অতীত প্রসঙ্গ এই কথা বলে তিনি আবার ফিরে আসেন বর্তমানে ৷ বলেন, ‘‘এখন আমি শুধু একটা কথাই বলব, সেই কথা মনে করে কেন্দ্রের হারে ডিএ দিয়ে দিন ৷ না দিতে পারলে আপনি দয়া করে পশ্চিমবঙ্গ থেকে চলে যান ৷’’

আবারও তিনি অতীতে মমতার বক্তব্যকে তুলে ধরেন ৷ বলেন, ‘‘কেউ খাবে আর কেউ আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না ৷ এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় স্লোগান দিয়েছিলেন ৷’’ এর পরই তিনি সরাসরি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, ‘‘দিদি তুমি আর তোমার ভাইপো খাবে, আমরা কেউ খেতে পাব না, তা তো হবে না দিদি ৷ সবাইকে সমান হারে খেতে দিতে হবে ৷’’

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী না করায় প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন সোনালি গুহ ৷ তার পর তিনি বিজেপিতে যোগ দেন ৷ নির্বাচনী প্রচারে তাঁকে দেখা গিয়েছিল ৷ কিন্তু ভোটে বিজেপি হেরে যাওয়ার পর তিনি আবার তৃণমূলে ফেরার চেষ্টা করেন ৷ বিজেপিতে যোগ দেওয়াটা চরম ভুল হয়েছিল বলে মমতাকে খোলাচিঠিও লেখেন তিনি ৷ তার পর অবশ্য রাজনীতির মঞ্চে তাঁকে আর দেখা যায়নি ৷ প্রায় এক বছর আবার তাঁর আবির্ভাব হল বঙ্গ রাজনীতিতে ৷

এদিন তিনি যেমন জানিয়েছেন যে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এসেছেন ৷ আবার জানিয়েছেন যে তিনি বিরোধী দলের সঙ্গে রয়েছেন ৷ ভাষণের শেষে আবার বলেছেন, "আপনারা গর্জে উঠুন । আপনাদের পাশে সব সময় বিরোধী দল আছে । শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত যেভাবে যোগাযোগ রাখেন, তাও রাখবেন । আমি মনে করি শুভেন্দু অধিকারী নেতৃত্বে একদিন বিরোধী দল মাথা তুলে দাঁড়াবে ।"

আরও পড়ুন:শুভেন্দুর বিরুদ্ধে মামলার শুনানি তিনদিনে আর ডিএ কেস পিছিয়ে যাচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতার

Last Updated : May 6, 2023, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details