কলকাতা, 5 জুলাই : BJP-তে যোগ দিলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেন । আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা মুকুল রায় । অভ্র সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক । অভ্রর সঙ্গে আজ BJP-তে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও 20 জন পড়ুয়া ।
লোকসভা নির্বাচনের পর একপ্রকার ধাক্কা খেয়েছে দল । দলবদল নিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । কাঠগড়ায় তুলেছেন BJP-কে । আজ তৃণমূল ভবন থেকে ফের একই বার্তা দেন তিনি । বলেন, "যাদের যাওয়ার চলে যাও । দরকারে একা লড়ব । যারা দলে থেকেও ওদের (পড়ুন BJP) সাহায্য করছ, তাদের দল থেকে তাড়াব । যারা BJP-তে গেছে তাদের আর ফেরাব না ।"
এদিকে, আজই কলকাতার সদর কার্যালয়ে গিয়ে BJP-তে যোগ দেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই । জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ অন্যদিকে, পানিহাটিতে 50 জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ।