কলকাতা, 26 জুলাই : গত 10 দিন ধরে কিডনির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভরতি হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । প্রথম কয়েকদিন সুস্থ থাকলেও, গত কয়েকদিন ধরে ক্রমশ আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির । এখনও পর্যন্ত চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
গত দুদিন পরপর ডায়ালিসিস হওয়ার পর খুবই দুর্বল বোধ করছেন সোমেন মিত্র । গতকাল এবং আজকে পরিবারের সদস্যদের সঙ্গেও বিশেষ কথাবার্তা বলছেন না বলে জানা গিয়েছে ।
তাঁর কিডনির অবস্থা ভাল নেই । শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে । আগামী 48 ঘণ্টা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
সোমেন মিত্রের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে । কিডনির অবস্থা ভাল না থাকায়, শরীরে অক্সিজেনের মাত্রাও যথেষ্ট কমেছে । এখনও তাঁর জ্বর রয়েছে । শ্বাসকষ্টের সমস্যা হচ্ছেও বলে জানা গিয়েছে । তাঁর এই উপসর্গের জন্য চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষা করা হয়েছে । তবে প্রাথমিক রিপোর্টে নেগেটিভ এসেছে ।