পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোম না জ্বেলে রাজ্যগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দিক প্রধানমন্ত্রী : সোমেন মিত্র

নয় মিনিটের জন্য মোমবাতি জ্বালানোতে কোনও বিজ্ঞানই খুঁজে পাচ্ছেন না তিনি ৷ তাই প্রধানমন্ত্রীর এসব কাজ না করে আর্থিক ক্ষতিপূরণ রাজ্যগুলোকে দেওয়া উচিত বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷

সোমেন মিত্র
সোমেন মিত্র

By

Published : Apr 5, 2020, 6:35 PM IST

কলকাতা, 5 এপ্রিল : মোমবাতি না জ্বালিয়ে দেশের সব রাজ্যকে সাহায্য করা উচিত প্রধানমন্ত্রীর ৷ আজ এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ তাঁর মতে, অবিলম্বে মোদির উচিত রাজ্যগুলোকে বকেয়া টাকা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ৷ যা দিয়ে রাজ্যগুলি কোরোনা মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামোকে আরও মজবুত করতে পারবে ৷

লকডাউনে গৃহবন্দী তিনি নিজেও ৷ বাড়ি বসেই এক বিবৃতিতে জানান, "দেশের প্রধানমন্ত্রী কোরোনা ঠেকাতে নয় মিনিটের জন্য প্রদীপ জ্বালাতে বলেছেন ৷ কোনও বিজ্ঞানকে ভিত্তি করে প্রদীপ জ্বালিয়ে এই ভাইরাস নির্মূল হবে তা বলেননি ৷ প্রদীপে যদি কোরোনা না যায়, তাহলে কেন প্রদীপ জ্বালাবেন দেশের মানুষ? প্রধানমন্ত্রীর কাছে এর কোনও ব্যাখ্যা নেই ৷ অথচ দেশবাসী ব্যাখ্যা চেয়েছিল ৷ তাঁর উচিত ছিল, প্রদীপ জ্বালানোর পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষকে বুঝিয়ে বলা ৷ আদৌ এর পিছনে কোনও বিজ্ঞান আছে, না পুরোটাই সংস্কার সেটা অস্পষ্ট থেকে গেল ৷"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর উচিত ছিল, রাজ্যগুলির সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরি করা । তাদের পাওনা টাকা, GST-র ক্ষতিপূরণের টাকা-সহ রাজ্যগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া । রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সুদহীন লোন দেওয়া উচিত ছিল রাজ্যগুলিকে । আন্তঃরাজ্য অত্যাবশ্যকীয় দ্রব্য যাতায়াতের স্বাভাবিক পরিস্থিতি করাই ছিল প্রধানমন্ত্রীর অন্যতম কাজ । এই রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর । টাকা ছাড়া কোনওভাবেই কাজ সম্ভব নয় । পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রের কাছে বহু টাকা পাবে । টাকা ছাড়া কীভাবে এরাজ্যে কোরোনা মোকাবিলা সম্ভব তা স্পষ্ট নয় । কোরোনা মোকাবিলায় কোয়ারান্টাইন-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি করতে টাকার দরকার । যারা কোরোনা ভাইরাস মোকাবিলায় 24 ঘণ্টা কাজ করে যাচ্ছেন, তাঁদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য আর্থিক সুবিধা না দিলে তারা কাজ করবেন কেন ৷"

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, "প্রধানমন্ত্রীর বার্তায় মানুষের কথা স্পষ্ট নয় । এর আগে তিনি কাঁসর, ঘণ্টা বাজাতে বলেছিলেন । কোন বিজ্ঞানের ভিত্তিতে এবার তিনি প্রদীপ জ্বালাতে বললেন তা উনিই জানেন । একবিংশ শতাব্দীতে প্রদীপ জ্বালিয়ে কোরোনাভাইরাস নির্মূল কার নির্দেশে, কোথা থেকে পেলেন তিনি, তা দেশের মানুষকে জানতে হবে । দেশের মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশ মানবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details