কলকাতা, 17 এপ্রিল : শুধু খাদ্যসচিবকে সরিয়ে দিলে স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু হবে, এই ধারণা ভুল ৷ রেশন ব্যবস্থায় যথাযথ নজরদারি চালাতে হবে ৷ তবেই কিছুটা হলেও স্বচ্ছতা আসবে গণবণ্টন ব্যবস্থায় ৷ আজ এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, খাদ্যসচিবকে সরিয়ে দিয়ে বার্তা দেওয়া হল, যাতে রাজ্যের সবক'টি দপ্তরের কাজে স্বচ্ছতা আসে ৷
সোমেন মিত্র বলেন, "সরকারের নির্দেশের বিরোধী নয় রাজ্যের কেউ । রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দেবে তা যথাযথভাবে পালন করবে রাজ্যের মানুষ । কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ রাজ্যে এবং দেশে সরাসরিভাবে কোনও কাজ হচ্ছে না । সরকারি নির্দেশ বলবৎ থাকলেও তা প্রয়োগ হচ্ছে না সর্বত্র । খাদ্যসচিবকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছেন । বহুবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য । মুখ্যমন্ত্রী পরে হলেও গুরুত্ব দিয়েছেন বিরোধীদের অভিযোগের । মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে খাদ্যসচিবকে সরিয়েছেন । তবে খাদ্যসচিবকে সরালেই সমস্যার সমাধান হবে না । রেশন ব্যবস্থার উপর কড়া নজরদারি চালাতে হবে ।"