পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউবাজার এলাকা সিল করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন সোমেন মিত্রর

বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার সহ কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা সিল করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

somen mitra gave letter to cm to lockdown whole boubazar area in kolkata
বিস্তীর্ণ বউবাজার সিল করার আবেদন জানালেন সোমেন মিত্র

By

Published : Apr 17, 2020, 12:25 AM IST

কলকাতা , 16 এপ্রিল : বিস্তীর্ণ বউবাজার এলাকা সিল করে দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । আজ মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানান তিনি ৷ তাঁর দাবি, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার সহ কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা সিল করে দেওয়া হোক ।

ইতিমধ্যেই ওই এলাকার দু'জন ব্যক্তির কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর মৃত্যু হয় । আজ নতুন করে আরও 3 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রত্যেকেই এই 48 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । কলকাতা কর্পোরেশনের 5 নম্বর বোরোর অন্তর্গত এই এলাকা ঘনবসতিপূর্ণ । একদিকে শিয়ালদা অন্যদিকে চৌরঙ্গী পর্যন্ত বিস্তীর্ণ এই ওয়ার্ড । এই ঘটনার পর পুরোনো শিয়ালদা বিধানসভা তথা বর্তমান চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত ওই এলাকার বহু মানুষ আতঙ্কিত ।

এবিষয়ে সোমেন মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন সমগ্র এলাকা বন্ধ করে দেওয়ার জন্য । মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন ওই এলাকাকে হটস্পটের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক । কলকাতার ওই এলাকায় বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বাজার বসে । সেখানে অনেকের জমায়েত হয় ।

আবদুল মান্নানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তিনিও একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন । জানা গেছে, ওই এলাকার চাপাতলা প্রথম বাই লেনের বাসিন্দা এবং ডঃ জগবন্ধু লেনের বাসিন্দা দু'জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । তাঁদেরই এক প্রতিবেশী বাসিন্দাও জ্বর এবং কোরোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন । তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশন রাখা হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

48 ward seal

ABOUT THE AUTHOR

...view details