পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা ভোটে রণকৌশল ঠিক করতে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক সোমেনের - কংগ্রেসের খবর

পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ সব জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে ৷

somen
সোমেন মিত্র

By

Published : Jan 20, 2020, 11:17 AM IST

কলকাতা, 20 জানুয়ারি: আগামী বিধানসভা ভোটে রণকৌশল ঠিক করতে জেলা সভাপতিদের নিয়ে বিধানভবনে গতকাল বৈঠক সারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ সব জেলা সভাপতিদের নিয়ে হয় এই বৈঠক ৷ তাঁদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন বৈঠক থেকে ৷ তবে অনুপস্থিত ছিলেন বহরমপুর ও মুর্শিদাবাদের কংগ্রেস নেতৃত্ব ৷ এর আগেও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বৈঠকেও গরহাজির ছিলেন সাংসদ অধীর চৌধুরি ।

সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন । চলতি বছরে রাজ্যের শতাধিক পৌরসভা এবং কর্পোরেশনে নির্বাচন হবে । আসন্ন নির্বাচনে কোনওরকম আপোস করা যাবে না । নির্বাচনের আগেই ভুল-বোঝাবুঝি, গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মান্যতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে নিচুতলার কংগ্রেস কর্মীদেরও । কোনওরকম ক্ষোভ-বিক্ষোভ দেখানো চলবে না । প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তের সঙ্গে সমভাবাপন্ন না হলে প্রয়োজনে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার নিদানও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

BJP এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি না ছাড়ার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে । কংগ্রেস নেতা গৌরব গগৈ, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়ার বিধায়ক নেপাল মাহাত, সুখবিলাস বর্মা প্রমুখ কংগ্রেস নেতার সামনেই সিদ্ধান্ত নেওয়া হয়, বামফ্রন্ট এবং কংগ্রেসকে যৌথভাবে নির্বাচনে লড়াই করতে হবে । পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট জয়ী হলে সংশ্লিষ্ট জেলার সভাপতিদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন সোমেন মিত্র । পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনের প্রচারে বামফ্রন্ট কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি । রাজ্যে যৌথভাবে পাঁচ হাজারেরও বেশি সভা-সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

ABOUT THE AUTHOR

...view details