পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন বিমান বসু : সোমেন - cpim

"নরেন্দ্র মোদি যেমন দেশের চৌকিদারি করছেন, বিমান বসু জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন। আশা করব কারা টাকা নিয়েছেন, কীভাবে টাকা নিয়েছেন তা উনি পরিষ্কার করে বলবেন।" আজ সাংবাদিক বৈঠকে বিমান বসুকে আক্রমণ করে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

By

Published : Mar 24, 2019, 9:39 PM IST

কলকাতা, 24 মার্চ : "নরেন্দ্র মোদি যেমন দেশের চৌকিদারি করছেন, বিমান বসু জোটের ক্ষেত্রে চৌকিদারি করছেন। আশা করব কারা টাকা নিয়েছেন, কীভাবে টাকা নিয়েছেন তা উনি পরিষ্কার করে বলবেন।" জোট ইশুতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এর আগে গতকাল সাংবাদিক বৈঠকে বিমানবাবু বলেছিলেন, "আমরা চেয়েছিলাম তৃণমূল ও BJP বিরোধী ভোটের সমাহার করতে। কোনও এক অদৃশ্য কারণে হল না। শোনা যায় মানিব্যাগ ঘুরে বেড়াচ্ছে। মানিব্যাগ দিলে কীসের বোঝাপড়া, কীসের আলোচনা ? মানি যদি হানি তাহলে রাজনীতিতে অসম্ভব কারবার তৈরি হয়।"

এদিকে, আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "ভোটের আগেই বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও মুঙ্গের থেকে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে ফোন করে সব জানিয়েছি। ব্লকে ব্লকে সরকারি অফিসারদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ভোট পার্সেন্টেজের। নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে নির্বাচন কমিশন। বর্ডারগুলিতে আরও নজরদারি বাড়ানো হোক।"

ABOUT THE AUTHOR

...view details