পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fight Over The Possession Of The House : সল্টলেকে বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি, আহত একাধিক - বাড়ি দখলদারি নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি

সল্টলেকে বাড়ির দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতি ৷ বিধাননগর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ আহত দুই দলের বেশ কয়েকজন ৷ গ্রেফতার 3 ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Fight Over The Possession Of The House) ৷

Fight Over The Possession Of The House
সল্টলেকে বাড়ি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি

By

Published : Apr 28, 2022, 6:30 PM IST

সল্টলেক, 28 এপ্রিল:বাড়ি দখলদারি নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি ৷ ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ (Fight Over The Possession Of The House ) ৷

জানা গিয়েছে, সল্টলেকের বিএল ব্লকের 50 নম্বর বাড়ি নিয়ে ঘটনার সূত্রপাত ৷ পুলিশ সূত্রে খবর, এই বাড়িটি নিয়ে মামলা চলছে ৷ বাড়িটি চার-পাঁচদিন আগে লিজ নিয়েছেন মহেশ সিংহানিয়া এক ব্যাক্তি ৷ এর আগে এই বাড়িটি লিজ নিয়ে বসবাস করতেন ভৈরব চক্রবর্তী ৷

আরও পড়ুন:Murder in Dooars : টাকা নিয়ে বচসার জেরে ডুয়ার্সে খুন, গ্রেফতার অভিযুক্ত
তার মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে 10টা নাগাদ ঘটনার সূত্রপাত ৷ অভিযোগ, আজ মহেশ সিংহানিয়ার পরিবারের লোকজনের উপর চড়াও হন ভৈরব চক্রবর্তীর লোকজন ৷ দু’জনেই বাড়িটি মনোজ টোডির থেকে লিজ নিয়েছিলেন ৷ এদিন ভৈরব তাঁর বাড়িতে প্রবেশ করতে যাওয়ার সময় দুই পক্ষের হাতাহাতি হয় ৷ তাতেই আহত হন দুই পক্ষের 3 জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details