কলকাতা, 25 জুলাই : দক্ষিণেশ্বের গঙ্গার মাটি, জল যাচ্ছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর উদ্বোধন করবেন। রাম মন্দিরের ভূমি পুজোর জন্য দক্ষিণেশ্বরের গঙ্গার মাটি ও জল অযোধ্যায় পাঠাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ । আজ উত্তর কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়। ওই পুজোতেই তিথি মেনে গঙ্গা থেকে মাটি ও জল তোলা হয়। এরপর সেই জল ও মাটির শুদ্ধিকরণ করা হয় । তারপর সেই গঙ্গাজল ও মাটি শ্যামবাজারে ভূপেন বোস এভিনিউ-র বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয় ।
5 অগাস্টের আগেই বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল রাজ্য থেকে অযোধ্যায় পৌঁছবে । সেখানে পৌঁছে রাম মন্দির ট্রাস্টের সদস্যের হাতে তুলে দেওয়া হবে সেই গঙ্গাজল ও গঙ্গা মাটি। শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি করা হয়। দক্ষিণেশ্বরের পাশাপাশি নবদ্বীপের গঙ্গার মাটি ও ভাগীরথীর জলও পাঠানো হচ্ছে অযোধ্যায়। গঙ্গাসাগর, কালীঘাট, তারাপীঠ, সহ শহরের বিভিন্ন পূর্ণ জায়গাগুলিতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ বিশেষ পূজা আর্চনা চলে ।