সোদপুর, 4 মে : রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক ব্যাঙ্ককর্মীর (Bank employee unnatural death in Sodepur) ৷ ঘটনাটি ঘটে সোদপুর নাটাগড় অরবিন্দপল্লি এলাকায় ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
মৃত ব্যাঙ্ককর্মীর নাম মঞ্জুলা সরকার, বয়স 58 বছর ৷ সোদপুর নাটাগড় অরবিন্দপল্লি এলাকায় বাড়িতে একাই থাকতেন তিনি । সোমবার সন্ধ্যায় প্রতিবেশীরা মঞ্জুলা সরকারের বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পান, তারপরই তাঁদের সন্দেহ হওয়াতে খড়দা থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতর থেকে মঞ্জুলা সরকারের মৃতদেহ উদ্ধার করে ৷ প্রতিবেশীরা জানান, গত শনিবার শেষবারের মতো মঞ্জুলাকে দেখতে পান তাঁরা ৷ তারপর থেকে তাঁর কোনও খোঁজ খবর পাওয়া যায়নি ।