কলকাতা, 9 এপ্রিল : ময়দানের মালিদের সাহায্য করতে এগিয়ে এলেন CAB-র যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গতকাল মালিদের হাতে চাল তুলে দেন তিনি। লকডাউনের মধ্যে সকলেই গৃহবন্দী। এই অবস্থায় দিন আনি দিন খাই মানুষদের অসুবিধা সবচেয়ে বেশি। বিশেষ করে কলকাতা ময়দানের মালিদের জীবিকা নির্বাহ ময়দানকে ঘিরেই। এখন ময়দানে খেলা বন্ধ। ফলে মালিরা কাজহারা। লকডাউনের ফলে দেশে ফিরে যেতেও পারেননি। দিনের আহার জোটাতে যাতে সমস্যায় না পড়তে হয় সেই জন্য হাত বাড়াল CAB।
মালিদের পাশে স্নেহাশিস, CAB চিন্তায় মরশুমের ভবিষ্যৎ নিয়ে - স্নেহাশীষ গাঙ্গুলী
লকডাউনের মধ্যে সকলেই গৃহবন্দী ৷কলকাতা ময়দানের মালিদের জীবিকা নির্বাহ ময়দানকে ঘিরে ৷ লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ ৷ ফলে মালিরা কাজহারা।
ইস্টবেঙ্গল, IFA আগেই সাহায্য করেছে। রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা ফের পাশে দাঁড়াল দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। পারস্পরিক সহমর্মিতার আবহে ক্লাব কর্তাদের মাথায় মরশুম শেষ না করতে পারার আশঙ্কা মনের মধ্যে ঘুরছে। কারণ ক্রিকেট মাঝ মরশুমে থমকে। কিন্তু যে কারণে থমকে তার উদাহরণ অতীতে নেই। ফলে পরিস্থিতি হাতে নেই। লকডাউনের বিষয়ে দেশের সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ কী হয় সেদিকে তাকিয়ে CAB। এদিকে ঘরোয়া ক্রিকেটের ক্রীড়াসূচি বদল করে মরশুম শেষ করা যায় কি না তা ভেবে দেখা হচ্ছে।
IPL র ভবিষ্যৎনিয়ে CABর ক্লাবকর্তারা চিন্তায়। কারণ IPL অনুষ্ঠিত হলে ক্লাবগুলির লক্ষ্মীলাভ হয়ে থাকে। যা ক্লাবগুলির বছরের খরচ চালানোর কড়ি বটে। CAB ক্লাবগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার কথা বলেছেন। এই অবস্থায় বলা যায়, করোনা ভাইরাস ঘিরে লকডাউনের আবহে সহমর্মিতার ছবি যেমন রয়েছে, তেমনই আছে ক্লাব চালানোর চিন্তাও।