কলকাতা, 7 এপ্রিল: শহরের বুকে প্রথম স্কাইওয়াক হয়েছে দক্ষিণেশ্বর । এরপর অনেকটা সময় কেটে গিয়েছে । কালীঘাটেও স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ জোরকদমে চলছে কালীমন্দিরের সঙ্গে সংযোগকারী এই স্কাইওয়াক তৈরির কাজ ৷ এবার দক্ষিণ শহরতলিও পেতে চলেছে আরও একটি স্কাইওয়াক । সেটি তৈরি হচ্ছে রুবি মোড়ে । এই মোড়েই তৈরি হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় নাবাঙ্কিত মেট্রো স্টেশনও । তার সঙ্গেই যুক্তভাবে নতুন স্কাইওয়াক ।
শহরের সবথেকে গুরুত্বপূর্ণ মোড় হল রুবি মোড় । দিনের ব্যস্ততম সময়ে এই এলাকায় যানবাহনের গতিও বেশি থাকে ৷ যানজটের যন্ত্রণা থেকে শহরবাসীকে রেহাই দিতে এই উদ্যোগ ৷ মূলত রুবি মোড়কে যানজট মুক্ত করতে স্কাইওয়াক তৈরির উদ্য়োগ নিচ্ছে কেএমডিএ । পুজোর আগেই এই মেট্রো স্টেশন চালু হয়ে যাচ্ছে রুবিতে । এই মেট্রো স্টেশনের সঙ্গেই যুক্ত হবে নতুন এই স্কাইওয়াক । জানা গিয়েছে, এই নতুন স্কাইওয়াকটি দেখতে হবে বৃত্তাকার ৷ অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে । 50 কোটি টাকা খরচ হবে এই স্কাইওয়াক তৈরি করতে । রাস্তা থেকে স্কাইওয়াকের উচ্চতা হবে 75 মিটার । এই স্কাইওয়াকে থাকবে চারটি এক্সেস পয়েন্ট, 3টি এলিভেটর । থাকবে 8টি এক্সেলেটর ।