পশ্চিমবঙ্গ

west bengal

সল্টলেক থেকে উদ্ধার পচাগলা দেহ, গ্রেপ্তার দুই

By

Published : Dec 11, 2020, 7:35 AM IST

Updated : Dec 11, 2020, 2:32 PM IST

এজে ব্লকের তিনতলা বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় দেহটি ৷ রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ।

পচাগলা দেহ
পচাগলা দেহ

বিধাননগর, 11 ডিসেম্বর : সল্টলেকে এ জে ব্লকের অভিজাত বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির দেহ ৷ গতকাল একটি নিখোঁজ অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় বিধাননগর পূর্ব থানার গোয়েন্দারা ৷ তিনতলা বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় দেহটি ৷ ওই রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশের প্রাথমিক অনুমান, পচাগলা দেহটি নিখোঁজ যুবকেরই ৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বিধাননগর পূর্ব থানায় বড় ছেলের নামে নিখোঁজ ডায়েরি করেন ব্যবাসায়ী অনিলকুমার মেহেনসারিয়া ৷ পুলিশের কাছে তিনি দাবি করেন, যে তাঁর বড় ছেলে অর্জুন মেহেনসারিয়াকে খুন করেছেন তাঁর মা ৷ এই অভিযোগের সাপেক্ষে যুক্তি দিতে গিয়ে পুলিশকে সমস্ত ঘটনার বিবরণ দেন ওই ব্যক্তি ৷ 1988 সালে অনিলকুমার মেহেনসারিয়ার সঙ্গে বিয়ে হয় গীতার ৷ গীতার বাবার বাড়ি রাঁচিতে ৷ বিয়ের পর সল্টলেকের এ জে ব্লকের 226 নম্বর বাড়িটিতে থাকতেন তাঁরা ৷ বাড়িটি যদিও তাঁর স্ত্রী গীতার মালিকানাধীন । পরিবারে সদস্য বলতে মোট পাঁচজন ৷ স্বামী-স্ত্রী ও তাঁদের তিন সন্তান ৷ দুই ছেলে ও এক মেয়ে ৷ বড় ছেলের 25 বছর বয়সী ৷ ছোটো ছেলের নাম বিদুর মেহেনসারিয়া ৷ ও মেয়ে বৈদেহী ৷

আরও পড়ুন : নজরে 21, নাড্ডার পর এবার শাহ, 19 শে কলকাতায়

স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত 2019 সালে ৷ বিবাদের জেরে ওই বছরই অগাস্ট মাসে এজে ব্লকের বাড়ি ছেড়ে রাজারহাটের একটি আবাসনে একাই থাকতেই ওই ব্যক্তি ৷ তিন ছেলে-মেয়ে থাকত মায়ের সঙ্গেই সল্টলেকে ৷ পুলিশ সূত্রে খবর, 29 অক্টোবর অনিলকুমার মেহেনসারিয়া জানতে পারেন ছেলে-মেয়েদের নিয়ে বাবার বাড়ি গিয়েছেন গীতা ৷ সূত্রের খবর, গীতার সঙ্গে ফোনেও কথা হয় অনিলের ৷ গীতা সেই ফোন কথোপকথনে জানান তাঁদের বড় ছেলে অর্জুনও বর্তমানে কর্মসূত্রে রাঁচিতে রয়েছে ৷ কিন্তু বহু চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি অনিল ৷ তারপরই সন্দেহের সূত্রপাত ৷ কয়েকমাস আগে বিধাননগর পূর্ব থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন অনিল ৷ এবং তিনি দাবি করেন অর্জুনকে খুন করা হয়েছে ৷ এবং খুন করেছেন তাঁর স্ত্রী গীতা ৷ এই অভিযোগের পরই গতকাল এজে ব্লকের 226 নম্বর বাড়িটিতে অভিযান চালাই পুলিশ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েকমাস ধরেই বন্ধছিল বাড়িটি ৷ গতকাল রাতে বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ ৷ তিনতলার ছাদ থেকে উদ্ধার হয় দেহটি ৷ রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ বিধাননগর থানার গোয়েন্দা বিভাগের এক আধিকারিক সূত্রে খবর, দেহের পাশাপাশি বাড়ির একতলার মেঝেতে একটি পোড়া দাগও মিলেছে ৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশের ধারনা সাধারণত এই ধরণের দাগ মূলত যজ্ঞ করা থেকে হতে পারে ৷ দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ৷ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গীতা ও বিদুর মেহেনসারিয়াকে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তদন্তকারীদের একাংশ ৷ দীর্ঘদিন বাড়ির ছাদে দেহটি পড়ে থাকল অথচ পচাগলা দেহটির থেকে নির্গত দুর্গন্ধ কেন পেলেন না স্থানীয়রা? উঠছে সেই প্রশ্ন ।

Last Updated : Dec 11, 2020, 2:32 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details