কলকাতা, 31 অক্টোবর:রাষ্ট্রের পরিচালনায় হ্যাকারদের বিরুদ্ধে বিরোধী সাংসদদের আইফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে ৷ মহুয়া মৈত্র, রাঘব চাড্ডা, শশী থারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী সাংসদদের পাশাপাশি আইফোনে নজিরদারির সতর্কবার্তা পেয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। বিষয়টি নিয়ে এদিন মৌলিক অধিকার হরণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন সীতারাম ইয়েচুরি।
এই চিঠির প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর থেকে জবাবি উত্তরও আশা করেন বলে জানিয়েছেন ইয়েচুরি ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিপিএম সাধারণ সম্পাদক বলেছেন, "আমি একটি সতর্কবার্তা যুক্ত করছি এই চিঠির সঙ্গে । যা আমি গতকাল রাতে পেয়েছি । এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, 'অ্যাপল বিশ্বাস করে যে আপনি রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের নজরে আছেন ৷ আপনার অ্যাপল আইডি-এর সঙ্গে সম্পর্কিত আইফোনের উপর দূর থেকে নজরদারি চালানো হচ্ছে ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ৷' এটি ভারতের সংবিধান দ্বারা সমস্ত নাগরিকদের জন্য যে মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা হয়েছে তার গুরুতর লঙ্ঘনের নিদর্শন।"