পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sitaram Yechury: মোদি বিরোধী জোট প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ ইয়েচুরির

বিজেপি বিরোধী জোটে তৃণমূল ও সিপিএম এর ভূমিকা কী হবে তা নিয়ে যখন জল্পনা চলছে, তখন কলকাতায় এসে বিজেপির সঙ্গে তৃণমূলকেও কটাক্ষ করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Apr 12, 2023, 10:45 PM IST

কলকাতা, 12 এপ্রিল:বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের শাসকদল বিজেপি'কে হারাতে বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে ৷ তবে মোদি বিরোধী জোটে কোন কোনও নাম লেখাবে বা জোটের নেতৃত্বে কে থাকবেন, তা এখনও স্পষ্ট নয় ৷ জোট গড়ার কথা চললেও সেখানে বিভিন্ন আঞ্চলিক দলগুলির নিজেদের মধ্যে এবং কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ জোট হলেও সেই মঞ্চে একসঙ্গে তৃণমূল ও সিপিএম আকবে কি না, সেটাও লাখ টাকার প্রশ্ন ৷ বাংলার দুই চির প্রতিপক্ষ দল কেন্দ্রে ওই বিরোধী জোটের অংশীদার হলে কার গুরুত্ব কত হবে, তা নিয়ে জল্পনাও কম নয় ৷ এর মাঝেই বুধবার কলকাতায় এসে তৃণমূলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷

তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাঁদের পুরনো অবস্থানের কথাই এদিন শোনা গিয়েছে ইয়েচুরির মুখে ৷ তিনি জানিয়েছেন সারাদেশে বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছে সিপিআইএম ৷ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল দুই শক্তিকে পরাস্ত করতে হবে । কারণ, রাষ্ট্রপতি নির্বাচন-সহ একাধিক ক্ষেত্রে তৃণমূলের অবস্থানে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে । তৃণমূল আদৌ বিজেপি বিরোধী কি না, তা আজ প্রশ্নের মুখে । শুধু তাই নয়, এর আগে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রীও ছিলেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন এই সিপিএম নেতা ৷

তৃণমূল প্রসঙ্গে এদিন সিপিএম সাধারণ সম্পাদক বলেন, "রাজনীতির অংক নয় । মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল এনডিএ সরকারের সঙ্গে ছিলেন ৷ তৃণমূলের বিজেপি বিরোধিতা প্রশ্নের মুখে । তৃণমূলের অবস্থানও সন্দেহজনক । বিজেপি'র সঙ্গে তৃণমূলের সমঝোতা কী । নারদা, সারদার তদন্ত কী হল আট বছর পেরিয়ে গেল ।"

আরও পড়ুন:দেশের সবচেয়ে 'গরিব' মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তির শীর্ষে জগনমোহন

2024 এর ভোট প্রস্তুতির কথা বলতে গিয়ে এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান ইয়েচুরি। তিনি বলেন, "2024 নির্বাচনকে সামনে রেখে পুনরায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ রাজনীতিকে কলুষিত করা হচ্ছে । তারা দেশের মানুষের সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করেছে না । মোদির নেতৃত্বে আমাদের দেশ এখন দুটো । দুটি ভারত । সাইনিং ইন্ডিয়া । সাফারিং ইন্ডিয়া ।"

ABOUT THE AUTHOR

...view details