কলকাতা, 12 এপ্রিল:বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের শাসকদল বিজেপি'কে হারাতে বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে ৷ তবে মোদি বিরোধী জোটে কোন কোনও নাম লেখাবে বা জোটের নেতৃত্বে কে থাকবেন, তা এখনও স্পষ্ট নয় ৷ জোট গড়ার কথা চললেও সেখানে বিভিন্ন আঞ্চলিক দলগুলির নিজেদের মধ্যে এবং কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ জোট হলেও সেই মঞ্চে একসঙ্গে তৃণমূল ও সিপিএম আকবে কি না, সেটাও লাখ টাকার প্রশ্ন ৷ বাংলার দুই চির প্রতিপক্ষ দল কেন্দ্রে ওই বিরোধী জোটের অংশীদার হলে কার গুরুত্ব কত হবে, তা নিয়ে জল্পনাও কম নয় ৷ এর মাঝেই বুধবার কলকাতায় এসে তৃণমূলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷
তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাঁদের পুরনো অবস্থানের কথাই এদিন শোনা গিয়েছে ইয়েচুরির মুখে ৷ তিনি জানিয়েছেন সারাদেশে বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছে সিপিআইএম ৷ কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল দুই শক্তিকে পরাস্ত করতে হবে । কারণ, রাষ্ট্রপতি নির্বাচন-সহ একাধিক ক্ষেত্রে তৃণমূলের অবস্থানে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে । তৃণমূল আদৌ বিজেপি বিরোধী কি না, তা আজ প্রশ্নের মুখে । শুধু তাই নয়, এর আগে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রীও ছিলেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন এই সিপিএম নেতা ৷