কলকাতা, 23 ফেব্রুয়ারি :ছাত্র নেতা আনিশ খানের রহস্যজনক মৃত্যুর (Anish Khan Death Case) তদন্তে এখনও অনেক উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ ৷ আমতা থানার বড়বাবু এবং মেজবাবুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেও সন্তুষ্ট হলেন না এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে গঠিত হওয়া বিশেষ তদন্তকারী দলের সদস্যরা । প্রয়োজন পড়লে আমতা থানার বড়বাবু দেবব্রত চক্রবর্তী এবং মেজবাবু প্রীতম ভৌমিককে ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা (SIT Interrogating Police Officers) ।
ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই আমতা থানার ওয়েবসাইট ভালো ভাবে খতিয়ে দেখছেন সিটের তদন্তকারীরা (Anish Khan death latest news) । কারণ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ থানায় আসে, তাহলে 24 ঘণ্টার মধ্যে থানার ওয়েবসাইটে সেটি আপডেট করার নিয়ম রয়েছে । এক্ষেত্রে কি সেই নিয়ম মানা হয়েছিল ? সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন:Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান
তাছাড়াও অভিযোগ রয়েছে, পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিল । স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রশ্ন, যদি পুলিশ রাতে আনিশ খানের বাড়িতে যায়, তাহলে সে ক্ষেত্রে আনিশের বাড়িতে কোনও মহিলা আছেন কি না সেই খোঁজখবর কি আগে নেওয়া হয়েছিল ? যদি নেওয়া হয়ে থাকে তাহলে তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে ৷ সেই নিয়ম কি পালন করা হয়েছিল ? যে সব পুলিশ কর্মীরা সে দিন রাতে আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ, সেই পুলিশ কর্মীদের উর্দিতে কি তাঁদের নামাঙ্কিত নেমপ্লেট ছিল ? এমনই একাধিক প্রশ্নের উত্তর পেতে চাইছে সিট ৷ এবিষয়ে তথ্য পেতে আনিশ খানের পরিবারের সঙ্গে কথা বলে ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ৷
আরও পড়ুন :Salem Khan on CM Statement : 'তৃণমূল করলে ওকে এভাবে খুন হতে হত না', মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে জানালেন আনিশের বাবা