কলকাতা, 25 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্ট চত্বর, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ও আন্দামান নিকোবর সার্কিট বেঞ্চ চত্বরে 1 সেপ্টেম্বর থেকে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান । এই মর্মে 30 সেপ্টেম্বর একটি আলোচনাসভার আয়োজন করেছে কলকাতা হাইকোর্ট ।
সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্ট চত্বরে - andaman nicobar circuit bench
প্রধান বিচারপতির এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনেরাল রবীন্দ্রনাথ সামন্ত এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট চত্বরে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধে সমস্ত আইনজীবী, হাইকোর্টের ক্লার্ক, ল' অফিসার, সাধারণ মামলাকারীদের কাছে আবেদন জানিয়েছেন ৷
প্রধান বিচারপতির এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনেরাল রবীন্দ্রনাথ সামন্ত এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট চত্বরে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধে সমস্ত আইনজীবী, হাইকোর্টের ক্লার্ক, ল' অফিসার, সাধারণ মামলাকারীদের কাছে আবেদন জানিয়েছেন ৷
আগামী 2 অক্টোবর থেকে সারা দেশে বন্ধ হচ্ছে 50 মাইক্রনের চেয়ে পাতলা প্লাস্টিকের সামগ্রীর ব্যবহার । কিছুদিন আগে রেলের তরফে 2 অক্টোবর থেকে হাওড়া স্টেশনে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশ অমান্য করলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে ।