কলকাতা, 5 জুন: পরিবেশ আদালতের নির্দেশ মত নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক । পরিবেশ রক্ষায় জনসাধারণের কাছে বার্তা পৌঁছতে অনেক টাকা খরচ করে অনুষ্ঠান হয় কলকাতায় । পরিবেশ রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতটা ক্ষতি করে তাও তুলে ধরা হয়েছে । বন্ধের জন্য আছে আইন, জরিমানা কিন্তু বাস্তবে তা কি আদৌ হয় ? সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের কোনও চূড়ান্ত অনীহা দেখা যাচ্ছে খাস কলকাতার পৌর প্রশাসনের তরফে । জরিমানা বা বন্ধ করার কোনও ছাপ নেই কলকাতায় ।
আর মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার একা পৌরনিগম ঠেকাতে পারবে না, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশকে মাঠে নামতে হবে । সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঠেকাতে উদাসীন পৌরনিগম ঘুম ভেঙেছে বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে । ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস পুনর্ব্যবহার করা নিয়ে একটি প্রতিযোগিতার ঘোষনাও করেন । তবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করা নিয়ে যে খুব একটা চিন্তিত নয় তাও স্পষ্ট ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিকের ফেলে দেওয়া জিনিস পুনর্ব্যবহার যোগ্য করে তোলা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে কলকাতা পৌরনিগম । কর্পোরেশনের ফেসবুক পেজে একটি লিংক দেওয়া হয়েছে । পরিবেশ সচেতন যেকোনও নাগরিক তারা কি ভাবে বাড়ির ফেলে দেওয়া প্লাস্টিক জিনিস পুনর্ব্যবহার যোগ্য করে তুলছে সেটি ছবি-সহ আপলোড করতে হবে ও তিন জনকে ট্যাগ করতে হবে । সেরা দশ জন নাগরিক মেয়রের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন । 1-16 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে ।