কলকাতা, 3 জুলাই:আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে । এই দিনটি সাধারণভাবে উদযাপন করা হয় সিঙ্গল ইউজ প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে তা নিয়ে সচেতনতার প্রসার করতে ৷ এই দিনটি পালনের মধ্যে দিয়ে নাগরিক সমাজ ব্যবসায়ী মহলকে বার্তা দেওয়া হয় প্লাস্টিকের ব্যবহার কম করতে । প্লাস্টিক ব্যাগ পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ ৷ এর নেতিবাচক প্রভাব বন্যপ্রাণেও পড়েছে ।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের মধ্যে যে সমস্ত শহরে সব থেকে বেশি প্লাস্টিক ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হল কলকাতা। আর এই প্লাস্টিক পচনশীল নয় । ফলে দীর্ঘ বছর ধরে তার প্রভাব পড়ে বাস্তুতন্ত্রে । কিন্তু পরিবেশ দূষণ কমাতে নানা সময়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হলেও নির্দিষ্টভাবে এই সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যাগ বন্ধ করা নিয়ে উদাসীনতা দেখা যায় শহরে । অথচ এই প্লাস্টিক ব্যবহারে প্রবণতা কমাতে তেমন কোনও কঠিন পদক্ষেপ নিতে দেখা যায় না পৌর কর্তৃপক্ষকে । এক আধবার বাজার এলাকাগুলিতে প্রচার চালালেও বাকি সবটাই খাতায় কলমে হয় । ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে । বাস্তবায়ন খুব কমই হয় ৷ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে বাইরে থেকে আসা বিভিন্ন পণ্যে প্লাস্টিকের ব্যবহার হয় ।