পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata High Court: স্পিকারের বিরুদ্ধে দায়ের করা শুভেন্দুর মামলার শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে - suvendu against speaker

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা শুভেন্দু অধিকারীর মামলা বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠাল সিঙ্গল বেঞ্চ (Single bench of Kolkata High Court) ৷

Kolkata High Court
প্রতীকী ছবি

By

Published : Mar 22, 2023, 9:45 PM IST

কলকাতা, 22 মার্চ: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠাল সিঙ্গল বেঞ্চ (Case Against Biman Banerjee)। মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে অধ্যক্ষের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন শুভেন্দু ।

কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় ৷ এরপরেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য্যের বেঞ্চে এই মামলার আবেদন করেন শুভেন্দু অধিকারী । কিন্তু বুধবারের শুনানিতে হাইকোর্টের এই সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, এই আবেদনে জনস্বার্থ মামলার উপকরণ আছে । তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চে কাছে মামলা পাঠানো হয় ।

উল্লেখ্য, মুকুল রায় কোন দলে রয়েছেন তা জানতে চেয়ে গত 13 মার্চ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিমকোর্ট বিষয়টির নিস্পত্তি করার নির্দেশ দিলেও বিধানসভা স্পীকার রায় দিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই আছেন । প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । সেই মামলার এখনও কোনও শুনানি হয়নি । ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিধানসভা স্পীকারের বিরুদ্ধে আলাদা মামলা করেছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে ।

আরও পড়ুন:কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

মুকুল রায় বিজেপি থেকে পুনরায় তৃণমূলে যোগদানের পর শাসক দল তাকে বিধানসভার পাবলিক অ্যাকউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান । প্রথা অনুযায়ী পাবলিক অ্যাকউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন বিরোধী দলের কোনও বিজয়ী সদস্য । শাসকদলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাইকোর্টেও একাধিকবার এই বিষয়টি বিধানসভার ভিতরের বিষয় বলে স্পীকারকেই বিষয়টি শুনে সিদ্ধান্ত গ্রহন করার নির্দেশ দিয়েছিল । যদিও স্পীকার জানান, নথি অনুযায়ী মুকুল রায় বিজেপিতেই রয়েছেন । বাধ্য হয়ে বিজেপির তরফে সুপ্রিমকোর্টে মামলা করা হয় । সুপ্রিমকোর্ট এক নির্দেশে জানায় হাইকোর্টকেই বিষয়টি বিস্তারিত শুনে নিস্পত্তি করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details