কলকাতা, 22 মার্চ: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠাল সিঙ্গল বেঞ্চ (Case Against Biman Banerjee)। মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে অধ্যক্ষের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন শুভেন্দু ।
কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় ৷ এরপরেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য্যের বেঞ্চে এই মামলার আবেদন করেন শুভেন্দু অধিকারী । কিন্তু বুধবারের শুনানিতে হাইকোর্টের এই সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, এই আবেদনে জনস্বার্থ মামলার উপকরণ আছে । তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চে কাছে মামলা পাঠানো হয় ।
উল্লেখ্য, মুকুল রায় কোন দলে রয়েছেন তা জানতে চেয়ে গত 13 মার্চ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিমকোর্ট বিষয়টির নিস্পত্তি করার নির্দেশ দিলেও বিধানসভা স্পীকার রায় দিয়েছিলেন মুকুল রায় বিজেপিতেই আছেন । প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । সেই মামলার এখনও কোনও শুনানি হয়নি । ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বিধানসভা স্পীকারের বিরুদ্ধে আলাদা মামলা করেছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে ।