কলকাতা, 16 অক্টোবর: অনুমতিহীন পুজো নিয়ে ডিভিশন বেঞ্চের পর এবার পুলিশের ভূমিকায় সরব কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । সোমবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, যারা বেআইনি পুজো করছে, তাদের পুজো যদি বন্ধ করতে না পারে পুলিশ, তাহলে নতুন আবেদনে অনুমতি দিতে হবে । এটা চলতে পারে না । জেনে শুনে বেআইনি পুজো চলতে দেওয়ার প্রবণতা মেনে নেওয়া যাবে না । বিচারপতি আরও বলেন, ‘‘আগামিকাল এই ব্যাপারে লিখিত ভাবে যা বলার বলব ৷’’
এ দিন হিন্দু সেবা দলের আইনজীবী জানান, হিন্দু সেবা দল কলকাতার সিআইটি রোড রামলীলা ময়দানে দুর্গাপুজো করতে চেয়ে আবেদন করে । গত সপ্তাহে ডিভিশন বেঞ্চ 48 ঘণ্টার মধ্যে আবেদন বিবেচনা করার নির্দেশ দেয় পুলিশকে । কিন্তু পুলিশ আদালতের নির্দেশ দেখার পর যুক্তি দেয়, অন্য কোনও পুজোর অনুমতি দেওয়া হয়নি । প্রায় শ’খানেক আবেদন পড়ে আছে । তাই এই পুজোর অনুমতি দেওয়া হলে অন্যদের অধিকার থেকে বঞ্চিত করা হবে । তাছাড়া সিআইটি রোড জনবহুল । সেখানে পুজোর অনুমতি দিলে যানজটে সমস্যা বাড়বে ।
এর পর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল ৷ তারা আদালতের কাছে অভিযোগ করে, ডিভিশন বেঞ্চ নির্দেশ দেওয়ার পর পুজোর অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় ৷ এ দিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেই মামলার শুনানি হয় ৷ সেখানে বিচারপতি বলেন, "এটা একটা গুরুতর বিষয় । রাজ্য প্র্যাক্টিক্যাল প্রবলেম তুলেছে । আজ একজন এসেছে, কাল আরও দু’জন আসবে অনুমতি চেয়ে ।"
কিন্তু হিন্দু সেবা দলের আইনজীবী পালটা বলেন, "নথি আছে, ওই থানা এলাকায় একাধিক পুজো অনুমতি ছাড়া হচ্ছে । আমাদেরও অনুমতি ছাড়া পুজো করতে পুলিশ উৎসাহ দিচ্ছে ।" ক্ষুব্ধ বিচারপতি বলেন, "কোনও মতে এটা হতে পারে না । অনুমতি ছাড়া পুজোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । আগামিকাল রাজ্যকে তাদের বক্তব্য জানতে হবে । ডিভিশন বেঞ্চ সঠিক পর্যবেক্ষণ করেছে ৷"