পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Laxmi Bhander In WB: 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য সিঙ্গল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করল রাজ্য - single account compulsory for take laxmi bhander benefit by order wb government

এবার 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা পেতে সিঙ্গল অ্যাকাউন্ট বাধ্যাতামূলক করল রাজ্য সরকার (Laxmi Bhander In WB) । এই বিষয়ে ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

laxmi bhandar in wb
laxmi bhandar in wb

By

Published : Jan 28, 2022, 3:40 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: করোনার প্রকোপ কিছুটা কমতে আবার 'দুয়ারে সরকারের' দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য সরকার। 'দুয়ারের সরকারের' ক্যাম্পে গতবছর দেখা গিয়েছিল সব থেকে বেশি মানুষ ভিড় করেছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। কিন্তু আবেদনের পর অনেকটা সময় অতিবাহিত হলেও অনেকেই এখনও সেই প্রকল্পের সুবিধা পাননি। আর সেই কারণেই এবার 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা প্রাপকদের জন্য নিয়মে কিছুটা বদল আনল রাজ্য সরকার (Laxmi Bhander In WB)। এতদিন পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও মহিলারা আবেদন করতে পারতেন। এখন থেকে আর তা সম্ভব হবে না। এখন থেকে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা পেতে গেলে সিঙ্গল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

মনে করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট থাকার জন্য অসুবিধায় পড়তে হচ্ছে অনেককেই। সেই কারণেই এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সিঙ্গল অ্যাকাউন্টের উপর। একইসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার কথাও বলছে রাজ্য সরকার। আর এটা সম্ভব হলেই টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা কমবে।

আরও পড়ুন: রাজ্য স্কুল খুলতে তৎপর, সপ্তাহখানেক সময় দেওয়ার আর্জি অ্যাডভোকেট জেনারেলের

প্রসঙ্গত, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়গুলিতে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেক জেলাশাসককে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে, 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য সিঙ্গল অ্যাকাউন্ট থাকলেই মিলবে টাকা। বিগত কয়েকদিনে নবান্নের কাছে এমন অনেক অভিযোগ এসেছে, যেখানে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের প্রকৃত প্রাপক টাকা পাচ্ছেন না। মহিলার পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছেন। মূলত সেই বিষয়টি রুখতেই এই সিদ্ধান্ত নিল রাজ্য।

ABOUT THE AUTHOR

...view details