কলকাতা, 2 মে : হৃদরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । তাঁর বয়স ৭৭ । সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । আজ সন্ধ্যায় তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে কার্ডিয়োলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে ।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায় - হৃদরোগ
হৃদরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।
আজ সকালে বুকে যন্ত্রণা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছিল হার্ট অ্যাটাকের প্রায় দু'ঘন্টা পরে প্রতুলবাবুকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এজন্য এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা সম্ভব হয়নি। ইনজেকশন দেওয়া হয় ।
ওই বেসরকারি হাসপাতালের তরফে ডাক্তার কিষানলাল প্রধান বলেছিলেন, "অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে ভরতি হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকের পর গোল্ডেন আওয়ারের মধ্যে নিয়ে আসা হলে এনজিওপ্লাস্টি করা সম্ভব হতো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। "