কলকাতা, 31 জুলাই : মুচলেখা দিলে তবেই মিলবে আক্রান্তদের বাড়িতে থাকার অনুমতি । হোম কোয়ারানটিনের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ করত চলেছে কলকাতা পৌরনিগম । হোম কোয়ারানটিনে যারা রয়েছেন বা থাকবেন তাদের জন্য বেশ কিছু শর্তাবলী বেঁধে দেওয়া হয়েছে । শর্তাবলী পূরণ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিছু নির্দেশাবলী দেওয়া হয়, যারা হোম কোয়ারানটিনে থাকতে চান । কিন্তু অনেক সময় সেইসব নির্দেশ সঠিকভাবে পালন করেন না । ফলে কোরোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে । অনেকে রাস্তায় বেরিয়ে পড়ছেন এবং অন্যদের সংক্রমিত করছেন । ফলে কোরোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে । এই হোম কোয়ারানটিনে থাকা ব্যক্তিদের জন্য আঁটোসাঁটো ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন । শর্ত মেনে চললেই মিলবে বাড়িতে থাকার অনুমতি । অন্যথায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোয়ারানটিন সেন্টারে, প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরিত করা হবে ।