কলকাতা, 21 সেপ্টেম্বর: এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন, এবার সেই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বলে তাঁর অভিযোগ । ওয়াকফ বোর্ডই ওই সম্পত্তি প্রমোটারদের হাতে তুলে দিচ্ছেন বলেও অভিযোগ করলেন তিনি । বৃহস্পতিবার সারা রাজ্য থেকে রাজ্য জমায়েত উলামায়ের সদস্যরা ধর্মতলায় রানি রাসমনি অ্যাভিনিউয়ে জমায়েত করেন । সেই সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও অভিযোগ করেন রাজ্যের গ্ৰন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।
মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় মন্ত্রী দু’টি উদাহরণ দিয়ে বলেন, ‘‘ওয়াকফ সম্পত্তি আমাদের রক্ষা করতেই হবে । সম্পত্তি রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় । আমার এলাকায়, আমার পড়ায়, আমার বিধানসভায়, আমার থানায় ব্লকে, মহকুমায় লুকিয়ে চুরিয়ে ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে । বেহাত হয়ে যাচ্ছে । আমি দু’টি জায়গার কথা বলছি, রাজাবাজার নারকেলডাঙায় একটা জায়গার ট্যাক্স না নিয়ে মালিকবিহীন সম্পত্তি করার চক্রান্ত করছে ওয়াকফ বোর্ড । সেই জমি প্রমোটারদের দিয়ে দেওয়া হবে । বিক্রি করে দেওয়া হবে ।"
এ বিষয়েই পরে মন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "পুরনো বদঅভ্যাস যেতে যেতে যাবে । ইতিমধ্যে রাজ্য জমিয়তে উলামায়ের তরফে মুখ্যমন্ত্রী চিঠি লেখা হয়েছে । আমি মন্ত্রী হিসেবেও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি । একই সঙ্গে জানতে চেয়েছি বর্তমানে কত ওয়াকফ সম্পত্তি আছে । গ্রন্থপঞ্জি হিসেবে ওই সম্পত্তির বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ।"