কলকাতা, 18 মে : নবম, দশম গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষক ও শিক্ষককর্মী নিয়োগে যে ব্যাপক দুর্নীতির জেরে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (siddhartha majumder resigned) ৷ তাঁর জায়গায় ওই পদে বসছেন শুভ্র চক্রবর্তী ৷ সূত্রের খবর, এবার সরানো হতে পারে কমিশনের বেশ কয়েকজন আধিকারিককে ।
জানা গিয়েছে, মঙ্গলবার এসএসসি সংক্রান্ত একটি মামলায় সিদ্ধার্থ মজুমদারকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হয়েছিল ৷ এই ঘটনার পর আজ অর্থাৎ বুধবারই তাঁর এই ইস্তফা ৷ অন্য়দিকে সূত্র মারফত খবর, এই মুহূর্তে জঙ্গলমহলে রয়েছেন মমতা বন্দ্য়ােপাধ্য়ায় ৷ সেখানে অন্য়ান্য় মন্ত্রীদের সঙ্গে রয়েছেন শিক্ষা সচিব মণীশ জৈন ৷ ইতিমধ্য়ে দফতরের কাছ থেকে সমস্ত কাগজপত্র শিক্ষা সচিবের কাছে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, সভায় বিরতি চলাকালীন মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁর এ নিয়ে কথাও হয়েছে ৷ ওই পদে বসবেন শুভ্র চক্রবর্তী ৷